Friday, December 19, 2025

প্রিয়, তোমার উদ্দেশ্যে

 প্রিয়,


আগুনের তাপে নিশ্চয় ভালো আছো?
ভালো আছো পোড়া গন্ধে-
নিঃশ্বাস বন্ধ করা ধোঁয়ায়।
ভাল অবশ্য তোমার থাকবার কথা
গ্লাস ভাঙবার শব্দে,
আর,
দরজার ওপাশে থাকা
আধামানবগুলোর ঘোৎ ঘোৎ স্লোগানে।

তোমার ভাল থাকবারই কথা
গাছে বাঁধা এক তৃতীয় শ্রেণির নাগরিকের
ফ্রাইড হবার আনন্দে শীৎকারের শব্দ শুনে!

আচ্ছা, ফ্রন্ট পেজে ফটোশপ করার জন্য

হাই কনফিগারের ল্যাপিটা আছে তো?
এবার ওতে সাউন্ড ইফেক্ট দারুন করবার
অ্যাপ্লিকেশানটা নামিও।

ডলারগুলো কী এনক্যাশ করেছো?
নাকী বিমানবন্দরে বসে ন্যাকা অনুচ্ছেদ লিখে
বিদায় নিয়ে পশ্চিমে সেটল হয়ে শো অফ
করবার অপেক্ষায় আছো?

প্রিয়,

তুমি ভাল থাকবে তা জানি।

কিন্তু, জগৎজ্যোতির সন্তানেরা তোমার কারনে 
ভাল নেই।
চাপ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা 
যে জারজ ফ্রাংকেস্তাইনদের তুমি জাগিয়েছো
তারা ধ্বংস চেনে।
তারা ভাঙবে পোড়াবে সব কিছু।
যখন পশ্চিমের কোন দেশে কফির কাপে 
চুমু দিতে দিতে তুমি
আবেগী অনুচ্ছেদ লিখবে সামাজিক মাধ্যমে!

Saturday, December 13, 2025

ডিপ্রেশন


থমকে থমকে দাঁড়াই মুহুর্তে মুহুর্তে
শব্দের মালা আটকে যায় চিন্তার জালে। 
স্তুতিমূলক শব্দগুলো বেরোয় ঘৃণার প্রতিশব্দ হয়ে,
লজ্জায় মাথাটা নিচু হয়ে আসে,
মাধ্যাকর্ষন শক্তিকে অস্বীকার করে দাঁড়িয়ে থাকি ঠায়
বুকটা টান করে।  
 
স্বপ্ন গুলো দাফন করা হয়েছিলো বহু আগেই
এখন অস্তিত্বহীন সেই অতৃপ্ত অশরীরি 
ভর করে থাকে 
মস্তিষ্কের নিউরনে আঠার মত। 
 
বিস্বাদে, বিরহে, ক্লান্তিতে ভেসে যাওয়া একটা প্রাণ!
লোকে গালভরে একে ডিপ্রেশন বলে!