থমকে থমকে দাঁড়াই মুহুর্তে মুহুর্তে
শব্দের মালা আটকে যায় চিন্তার জালে।
স্তুতিমূলক শব্দগুলো বেরোয় ঘৃণার প্রতিশব্দ হয়ে,
লজ্জায় মাথাটা নিচু হয়ে আসে,
মাধ্যাকর্ষন শক্তিকে অস্বীকার করে দাঁড়িয়ে থাকি ঠায়
বুকটা টান করে।
স্বপ্ন গুলো দাফন করা হয়েছিলো বহু আগেই
এখন অস্তিত্বহীন সেই অতৃপ্ত অশরীরি
ভর করে থাকে
মস্তিষ্কের নিউরনে আঠার মত।
বিস্বাদে, বিরহে, ক্লান্তিতে ভেসে যাওয়া একটা প্রাণ!
লোকে গালভরে একে ডিপ্রেশন বলে!
