Sunday, March 9, 2025

বিচার

ঈশ্বরের বিচারের অপেক্ষায় ছিলাম,

প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হতে হতে। 

অবশেষে একদিন দাঁড়ালাম বিদ্রোহীন্যায়,

জিজ্ঞাসু চোখে তাকালাম, 

'তুমি এলেনা কেন?' 

ঈশ্বর বললেন, ও দুটো হাতের কাজ কী তবে!



 ২৪ ফাগুন, ১৪৩১

খুলনা 



1 comment:

Anonymous said...

দুর্দান্ত!