Wednesday, March 12, 2025

ফেরা

রুপসায় তখন ভীষণ স্রোত,

কবুতরের ঝাঁক ডানা মেলে উড়ে যায়-

নিজ নিজ গন্তব্যে।

ট্রলারের এন্জিননির্গত বিকট শব্দ

ভেঙে দেয় বছর ষাটেকের তরুণ অশ্বত্থের ধ্যান।

লালচে গোলকটা ডুব দেয় পশ্চিমাকাশে, আর, 

মসজিদের মাইকে সুরে বেসুরে ধ্বনিত হয় প্রভুর মাহাত্ম্য।‌



আমরাও ঘরে ফিরি,

মস্তিষ্কের নিউরণ রুপসার বুকে

অগনিত অস্বস্তির স্রোত নিয়ে। 

যেখানে শুশুকেরা আর ঝাঁপায়না। 



খুলনা

ফাগুনের সাতাশ, চৌদ্দশ একত্রিশে





No comments: