তীব্র ঘৃণায় কুঁচকে যায় মুখ,
প্রতিবিম্বে নিজের চেহারা দেখে ক্রোধে ফেটে পড়ে মস্তিষ্ক।
প্রতিটা সিদ্ধান্তে ভুল করতে করতে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া ব্যাক্তিটির
বেঁচে থাকা পাপ।
শুধুমাত্র আত্মহত্যা পাপ বলে
টেনে- হেঁচড়ে জীবন বয়ে নিয়ে যাচ্ছে কিছু মানুষ!
Post a Comment
No comments:
Post a Comment