Saturday, November 1, 2025

প্রেম ও কাম

তোমার নিতম্বের আলতো স্পর্শে জেগে ওঠা মাদকতা
আজ এখনো এড্রেনাইল হয়ে বয়ে যাচ্ছে শিরায়। 

শিশ্নে প্রচন্ড তাপ,
করতে চায় অবগাহন তোমার যোনী নদীতে,
যেখানে নোনতা জলের ছিটেয় ভিজিয়ে দেবে তুমি।

সাথে দুজনের জিভে হবে রসালো ডুয়েল
দুই জোড়া ঠোঁটের উষ্ঞতায় বাড়বে কাম
আর 
তোমার নরম স্তন 
দু হাতের মুঠোয় নিয়ে করবো বিশ্বজয়ের আনন্দ। 

কামাতুর এক জোড়া শরীর লেপ্টে থাকবে
এক আলোকবর্ষ সময় নিয়ে,
প্রেম আর কামে জমাট বেঁধে। 

No comments: