Saturday, November 8, 2025

প্রাথমিক শিক্ষকদের অযৌক্তিক দাবি আর সেধে লাঞ্চিত হবার প্রেক্ষিতে

একটা চাকরি যাতে বছরে দুইশো কুড়ি দিন ছুটি, স্থায়ী ঠিকানার আশে পাশে চাকরি, কোন কোন স্থানে পাঁচটি শ্রেণী মিলিয়ে চল্লিশ জন ছাত্র ছাত্রীও হয় না, কর্মস্থলে গেলেও কর্মঘন্টার অর্ধেক হলেই ব্যাগ গোছানো। এই চাকরি যারা করে তাদের বেশিরভাগেরই আবার নজর নয়টা পয়তাল্লিশে ঢুকে মিনিমাম রাত সাড়ে সাতটায় বেরোনো, সাপ্তাহিক ছুটির দিনে বিনে পয়সায় কাজ করা, দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা/কিলোমিটার টিএ বিল পাওয়া, সারা দুনিয়ায় লাথি খেয়ে ব্যাংকে ঢুকে সম্মান খোঁজা সলিমুদ্দিনকেও ভদ্রতার খাতিরে আত্মসম্মান বিকিয়ে তোয়াজ করা মেরুদণ্ডহীন ব্যাংকারের পাওয়া মধ্যাহ্নভোজ আর হাল্কা নাস্তা বাবদ পাওয়া চারশ টাকার দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যের ঘরগুলোয় এদের পেছনফাঁটা হাহাকার দেখে আমাদের ও কষ্ট লাগে! 

আমি যাদের কাছে পড়েছি তাদের যোগ্যতা, ব্যাক্তিত্ব আর সামাজিক গুণাবলীর সাথে যখন তুলনা করি তখন একই সাথে গর্বিত এবং শংকিত হই। শংকিত হই আমার সন্তানের জন্য! 

বিগত সরকারের হিমালয় সমান অবকাঠামোগত উন্নয়নের পাশে শিক্ষা খাতের বিশেষত অযোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে যে ভয়াবহ ক্ষতি করেছে তা রাখলে নিক্তিটা বোধ করি সমান সমান হবে। 

আজ আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বেধড়ক চার্জ করেছে অযৌক্তিক আন্দোলনরত শিক্ষকদের উপর তার নিন্দা জানাই। পেশীশক্তি ছাড়া অনেক কিছুর যদিও সমাধান হয়না তার পরেও সর্বোচ্চ ধৈর্য ধারন করে এদেরকে আরো কঠিন কোন কাজ দিয়ে বাজি খেলা যেতো। কঠিন কাজ যেমন বাংলায় আর ইংরেজিতে এক থেকে এক হাজার কথায় লিখতে দেয়া। আমি নিশ্চিৎ এরা ফেল্টুস মেরেই বাড়ি ফিরতো। বিনা আক্রমনেই কাজ হয়ে যেতো আর কী! 


তথ্য: https://www.prothomalo.com/bangladesh/bbfvray5ab

No comments: