দেশ পথ হারায় নাই। টিমটিম করে হলেও আলো জ্বলছে। মুনাফেক নাজায়েজ অওলাদরা সংখ্যায় এখনো অনেক কম। এদের মূল শক্তি হইলো একটা হুক্কা হুয়া কইলে আশপাশ থেকে কয়েকটা ক্যা হুয়া বলে চ্যাচায়ে ওঠে। দ্বি-চারিগুলোই মূল সমস্যা। কোন আদর্শ ছাড়া একপাল গর্দভ একবার শিয়াল কান্ধে তুলতেছে আবার গন্ধ গন্ধ বইলা নামাইতেছে।
রয়েল বেঙ্গল টাইগারের উপকণ্ঠে দাঁড়ায়ে হুংকারেই রাজপথ মাকড় বিহীন। যুদ্ধের এলান আসতেছে। বিজয় আমাদেরই!
জয় বাংলা 🇧🇩
No comments:
Post a Comment