শুনে রাখো,
মসনদে বসবে যে সে আমার ইষ্ট, ভাই।
আমার শুধু চাটার জন্য একটা পা চাই।
ডান-বাম-মধ্য আমার দেখার সময় নাই,
আমার শুধু চাটার জন্য একটা পা চাই।
লজ্জা, সে তো বেজায় দামী!
কাজ করা গেছে সে কবে থামি
মেরুদন্ড বেঁকে চামচ রূপে কিংবা মোটেও নাই
আমার শুধু চাটার জন্য একটা পা চাই।
ঘৃণা করো বটে, কী হবে তাতে?
পারলে বসে যাও ঐ মসনদে,
ভিড় ঠেলে যদি একবার কাছে যাওয়ার সুযোগ পাই!
বোঝোই তো,
হেঁ হেঁ,
আমার তো শুধু চাটার জন্য একটা পা চাই!
২১ নভেম্বর, ২০২৫
খুলনা
খুলনা

No comments:
Post a Comment