প্রিয়,
আগুনের তাপে নিশ্চয় ভালো আছো?
ভালো আছো পোড়া গন্ধে-
নিঃশ্বাস বন্ধ করা ধোঁয়ায়।
ভাল অবশ্য তোমার থাকবার কথা
গ্লাস ভাঙবার শব্দে,
আর,
দরজার ওপাশে থাকা
আধামানবগুলোর ঘোৎ ঘোৎ স্লোগানে।
তোমার ভাল থাকবারই কথা
গাছে বাঁধা এক তৃতীয় শ্রেণির নাগরিকের
ফ্রাইড হবার আনন্দে শীৎকারের শব্দ শুনে!
আচ্ছা, ফ্রন্ট পেজে ফটোশপ করার জন্য
হাই কনফিগারের ল্যাপিটা আছে তো?
এবার ওতে সাউন্ড ইফেক্ট দারুন করবার
অ্যাপ্লিকেশানটা নামিও।
ডলারগুলো কী এনক্যাশ করেছো?
নাকী বিমানবন্দরে বসে ন্যাকা অনুচ্ছেদ লিখে
বিদায় নিয়ে পশ্চিমে সেটল হয়ে শো অফ
করবার অপেক্ষায় আছো?


