Friday, November 21, 2025

চাটুরে

শুনে রাখো,

মসনদে বসবে যে সে আমার ইষ্ট, ভাই।
আমার শুধু চাটার জন্য একটা পা চাই।
ডান-বাম-মধ্য আমার দেখার সময় নাই,
আমার শুধু চাটার জন্য একটা পা চাই।

লজ্জা, সে তো বেজায় দামী!
কাজ করা গেছে সে কবে থামি
মেরুদন্ড বেঁকে চামচ রূপে কিংবা মোটেও নাই
আমার শুধু চাটার জন্য একটা পা চাই।

ঘৃণা করো বটে, কী হবে তাতে?
পারলে বসে যাও ঐ মসনদে,
ভিড় ঠেলে যদি একবার কাছে যাওয়ার সুযোগ পাই!

বোঝোই তো,
হেঁ হেঁ,
আমার তো শুধু চাটার জন্য একটা পা চাই!



২১ নভেম্বর, ২০২৫
খুলনা

Fascism

I read a lot of articles to learn the definition of fascism... Suddenly, this news appeared. For the people, who call their mothers molester father instead of the married one, it is the new normal. Table turns nanba! Table will turn. 

Keep your watch active! 

https://www.facebook.com/share/p/1HP5TthqxU/

Friday, November 14, 2025

বাংলাদেশ স্বাধীন আছে

দেশ পথ হারায় নাই। টিমটিম করে হলেও আলো জ্বলছে। মুনাফেক নাজায়েজ অওলাদরা সংখ্যায় এখনো অনেক কম। এদের মূল শক্তি হইলো একটা হুক্কা হুয়া কইলে আশপাশ থেকে কয়েকটা ক্যা হুয়া বলে চ্যাচায়ে ওঠে।  দ্বি-চারিগুলোই মূল সমস্যা।‌ কোন আদর্শ ছাড়া একপাল গর্দভ একবার শিয়াল কান্ধে তুলতেছে আবার গন্ধ গন্ধ বইলা নামাইতেছে।

রয়েল বেঙ্গল টাইগারের উপকণ্ঠে দাঁড়ায়ে হুংকারেই রাজপথ মাকড় বিহীন। যুদ্ধের এলান আসতেছে। বিজয় আমাদেরই!

জয় বাংলা 🇧🇩

Saturday, November 8, 2025

প্রাথমিক শিক্ষকদের অযৌক্তিক দাবি আর সেধে লাঞ্চিত হবার প্রেক্ষিতে

একটা চাকরি যাতে বছরে দুইশো কুড়ি দিন ছুটি, স্থায়ী ঠিকানার আশে পাশে চাকরি, কোন কোন স্থানে পাঁচটি শ্রেণী মিলিয়ে চল্লিশ জন ছাত্র ছাত্রীও হয় না, কর্মস্থলে গেলেও কর্মঘন্টার অর্ধেক হলেই ব্যাগ গোছানো। এই চাকরি যারা করে তাদের বেশিরভাগেরই আবার নজর নয়টা পয়তাল্লিশে ঢুকে মিনিমাম রাত সাড়ে সাতটায় বেরোনো, সাপ্তাহিক ছুটির দিনে বিনে পয়সায় কাজ করা, দুই টাকা পঁয়তাল্লিশ পয়সা/কিলোমিটার টিএ বিল পাওয়া, সারা দুনিয়ায় লাথি খেয়ে ব্যাংকে ঢুকে সম্মান খোঁজা সলিমুদ্দিনকেও ভদ্রতার খাতিরে আত্মসম্মান বিকিয়ে তোয়াজ করা মেরুদণ্ডহীন ব্যাংকারের পাওয়া মধ্যাহ্নভোজ আর হাল্কা নাস্তা বাবদ পাওয়া চারশ টাকার দিকে। সামাজিক যোগাযোগ মাধ্যমের মন্তব্যের ঘরগুলোয় এদের পেছনফাঁটা হাহাকার দেখে আমাদের ও কষ্ট লাগে! 

আমি যাদের কাছে পড়েছি তাদের যোগ্যতা, ব্যাক্তিত্ব আর সামাজিক গুণাবলীর সাথে যখন তুলনা করি তখন একই সাথে গর্বিত এবং শংকিত হই। শংকিত হই আমার সন্তানের জন্য! 

বিগত সরকারের হিমালয় সমান অবকাঠামোগত উন্নয়নের পাশে শিক্ষা খাতের বিশেষত অযোগ্য শিক্ষক নিয়োগের মাধ্যমে যে ভয়াবহ ক্ষতি করেছে তা রাখলে নিক্তিটা বোধ করি সমান সমান হবে। 

আজ আইন শৃঙ্খলা বাহিনী যেভাবে বেধড়ক চার্জ করেছে অযৌক্তিক আন্দোলনরত শিক্ষকদের উপর তার নিন্দা জানাই। পেশীশক্তি ছাড়া অনেক কিছুর যদিও সমাধান হয়না তার পরেও সর্বোচ্চ ধৈর্য ধারন করে এদেরকে আরো কঠিন কোন কাজ দিয়ে বাজি খেলা যেতো। কঠিন কাজ যেমন বাংলায় আর ইংরেজিতে এক থেকে এক হাজার কথায় লিখতে দেয়া। আমি নিশ্চিৎ এরা ফেল্টুস মেরেই বাড়ি ফিরতো। বিনা আক্রমনেই কাজ হয়ে যেতো আর কী! 


তথ্য: https://www.prothomalo.com/bangladesh/bbfvray5ab

Saturday, November 1, 2025

প্রেম ও কাম

তোমার নিতম্বের আলতো স্পর্শে জেগে ওঠা মাদকতা
আজ এখনো এড্রেনাইল হয়ে বয়ে যাচ্ছে শিরায়। 

শিশ্নে প্রচন্ড তাপ,
করতে চায় অবগাহন তোমার যোনী নদীতে,
যেখানে নোনতা জলের ছিটেয় ভিজিয়ে দেবে তুমি।

সাথে দুজনের জিভে হবে রসালো ডুয়েল
দুই জোড়া ঠোঁটের উষ্ঞতায় বাড়বে কাম
আর 
তোমার নরম স্তন 
দু হাতের মুঠোয় নিয়ে করবো বিশ্বজয়ের আনন্দ। 

কামাতুর এক জোড়া শরীর লেপ্টে থাকবে
এক আলোকবর্ষ সময় নিয়ে,
প্রেম আর কামে জমাট বেঁধে। 

Friday, May 30, 2025

পাপ

 তীব্র ঘৃণায় কুঁচকে যায় মুখ,

প্রতিবিম্বে নিজের চেহারা দেখে ক্রোধে ফেটে পড়ে মস্তিষ্ক।

প্রতিটা সিদ্ধান্তে ভুল করতে করতে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া ব্যাক্তিটির

বেঁচে থাকা পাপ। 


শুধুমাত্র আত্মহত্যা পাপ বলে

টেনে- হেঁচড়ে জীবন বয়ে নিয়ে যাচ্ছে কিছু মানুষ! 


Wednesday, March 12, 2025

ফেরা

রুপসায় তখন ভীষণ স্রোত,

কবুতরের ঝাঁক ডানা মেলে উড়ে যায়-

নিজ নিজ গন্তব্যে।

ট্রলারের এন্জিননির্গত বিকট শব্দ

ভেঙে দেয় বছর ষাটেকের তরুণ অশ্বত্থের ধ্যান।

লালচে গোলকটা ডুব দেয় পশ্চিমাকাশে, আর, 

মসজিদের মাইকে সুরে বেসুরে ধ্বনিত হয় প্রভুর মাহাত্ম্য।‌



আমরাও ঘরে ফিরি,

মস্তিষ্কের নিউরণ রুপসার বুকে

অগনিত অস্বস্তির স্রোত নিয়ে। 

যেখানে শুশুকেরা আর ঝাঁপায়না। 



খুলনা

ফাগুনের সাতাশ, চৌদ্দশ একত্রিশে





Sunday, March 9, 2025

বিচার

ঈশ্বরের বিচারের অপেক্ষায় ছিলাম,

প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হতে হতে। 

অবশেষে একদিন দাঁড়ালাম বিদ্রোহীন্যায়,

জিজ্ঞাসু চোখে তাকালাম, 

'তুমি এলেনা কেন?' 

ঈশ্বর বললেন, ও দুটো হাতের কাজ কী তবে!



 ২৪ ফাগুন, ১৪৩১

খুলনা