Monday, February 18, 2013

চিরযুবা ফেব্রুয়ারি



 
আজ হতে বহুদিন আগে জেগেছিল-
তরুন যুবা ভাষার টানে একসাথে।
মাস ছিল ফেব্রুয়ারি, গুলি হয়েছিল-
তাজা রক্ত যুবাদের পড়ে রাজপথে।
 
সাল এখন দুই হাজার তের, মাস-
সেই ফেব্রুয়ারি, জেগেছে যুবা আবার
যুদ্ধ এবার- বিরুদ্ধে শয়তানী শ্বাস,
যুবারা প্রস্তুত এখন রক্ত দেবার।
 
রাতের পরে রাত কাটে শুধু নির্ঘুম,
স্মৃতিতে ফিরে ফিরে আসে ঐ একাত্তুর।
বৃথা যাবেনা রক্ত, হাজারো শহীদের।
এসেছে আবার গনজাগরনের ঐ ধুম।
প্রস্তুত থাক তোরা- দেশেরই শত্তুর।
পারবেনা কেউই ঠেকাতে আমাদের।