Friday, August 19, 2016

মেনে নিয়েছি

বেহালার বিষন্ন সুর আমায় আর দগ্ধ করেনা;
দগ্ধ হবার যে অনুভুতি লাগে
তা আমি হারিয়ে ফেলেছি।
বিষন্নতার একটা মাত্রা ছিল
তা আমি ছাড়িয়ে গিয়েছি।
গতরাতটা নির্ঘুম কেটেছিল বিনাকারনে; হয়তো!
কারনটা বড্ড তেতো ছিল
তা আমি মানিয়ে নিয়েছি।
কারনটা একটা মিথ্যে ছিল
তা আমি মেনে নিয়েছি।

হারিয়েছি

হারিয়েছি আমি,
হারিয়ে গিয়েছি
হেরে গিয়েছি অবেলায়।
খুঁজতে গিয়ে
খুঁজে পেয়েছি
তোমাকে পাওয়ার অভিপ্রায়।
খুঁজে বেড়াচ্ছি নিজেকে,
পেয়েও হারাচ্ছি বারেবার।
হয়তো হারিয়েই গিয়েছি,
খোঁজ দেবে কে আমার!
হারিয়ে ফেলেছি নিজেকে
হারিয়েছি আমি শতবার।
খুঁজে বেড়াচ্ছি স্মৃতি হাতড়ে
খোঁজ দেবে কে আমার!

Saturday, August 6, 2016

নক্ষত্র, তোমায় বলছি

শত ব্যস্ততার শেষে ক্লান্ত আমি
আংশিক বিলীন হয়ে আছি;
পূর্ণ বিলীনের পথে এগিয়ে চলেছি ধীরে ধীরে।
নক্ষত্র আমায় আলো দাও-
আমি গ্রহণের শাপে পড়তে চাইনা।
আমায় উদ্ভাসিত করো তোমার আলোয়, নক্ষত্র।
 
আমি নিরুপায়,
আঁধার আমায় গ্রাস করছে তিলে তিলে।
আমি হারিয়ে ফেলছি আমার অস্তিত্ব,
ধীরে ধীরে,
খুবই ধীরে, বর্ণনাতীত মৃত্যুযন্ত্রনা ভোগ করে। 
আমায় বাঁচিয়ে দাও তোমার আলোয়, নক্ষত্র।

স্বপ্ন

অলংঘনীয় এক দেয়ালের পাশে দাঁড়িয়ে
ওপাশে যাওয়ার প্রবল ইচ্ছেটাই বোধহয় স্বপ্ন।
শত বিনিদ্র রজনী
আর ক্ষয়ে যাওয়া চামড়ার জ্বলে ওঠার যন্ত্রনা
তখনই তীব্র হয়
যখন ব্যর্থ হয় সব চেষ্টা।
নিজেকে পুড়ে যাওয়া কয়লা মনে হয় তখন।
মেঘলা আকাশ থেকে ঝরে পড়া
বৃষ্টির প্রতিটি ফোটাই মনে হয় পরম বন্ধু,
পরম প্রাপ্তি।
আমি পুড়ছি,
আমি কয়লাতে রুপান্তরিত হচ্ছি প্রতিনিয়ত।
এক ফোটা বৃষ্টি কী ঝরবেনা?
মিরপুর ১৩, ঢাকা
৩/৮/১৬

তোমার মাঝে

তোমার হাতটা ধরে হাটতে চাই সারাটা জীবন।
হাত বাড়িয়ে রেখেছি
এবারে তোমার বাড়ানোর পালা।
আমি তোমার চোখের দিকে তাকিয়ে বাচতে চাই।
আমি তাকিয়ে আছি
এবারে তোমার তাকানোর পালা।
আমি তোমার ভালোবাসার মেঘে উড়তে চাই।
আমি মুখিয়ে আছি
এবারে তোমার কাছে টানার পালা।
আমি হারিয়ে যেতে চাই,
বিলীন হতে চাই,
তোমার মাঝে।
মিরপুর ১৩, ঢাকা।
৫/৮/১৬