Saturday, August 6, 2016

স্বপ্ন

অলংঘনীয় এক দেয়ালের পাশে দাঁড়িয়ে
ওপাশে যাওয়ার প্রবল ইচ্ছেটাই বোধহয় স্বপ্ন।
শত বিনিদ্র রজনী
আর ক্ষয়ে যাওয়া চামড়ার জ্বলে ওঠার যন্ত্রনা
তখনই তীব্র হয়
যখন ব্যর্থ হয় সব চেষ্টা।
নিজেকে পুড়ে যাওয়া কয়লা মনে হয় তখন।
মেঘলা আকাশ থেকে ঝরে পড়া
বৃষ্টির প্রতিটি ফোটাই মনে হয় পরম বন্ধু,
পরম প্রাপ্তি।
আমি পুড়ছি,
আমি কয়লাতে রুপান্তরিত হচ্ছি প্রতিনিয়ত।
এক ফোটা বৃষ্টি কী ঝরবেনা?
মিরপুর ১৩, ঢাকা
৩/৮/১৬

No comments: