Saturday, August 29, 2020

সন্ধ্যেয়




সন্ধ্যে...

ফিরতে থাকা মানুষের ঢল

রিকশার ঘন্টা

আঁধার মেশানো আলো

ফুটপাতে টংঘর

এক কাপ চা আর গোল্ডলিফের ধোঁয়া

ঘনিয়ে আসা আঁধার

একা দাঁড়িয়ে আমি... 






Saturday, August 22, 2020

আদিম রিপু


তীব্র উচ্ছাসে যখন জাপটে ধর আমায়
তোমার সুডৌল স্তনযুগল চেপে ধরে আমার বুকে;
শিশ্ন শীষ দিয়ে জেগে ওঠে,
উথ্থিত হয়ে খুঁজে ফেরে তোমার অগভীর যোনী। 

তোমার চিকন এবং গোলাপি ঠোঁট দুটোকে
ভিজিয়ে দিই তাই
করে উষ্ণ চুম্বন।
শরীরের প্রতিটি কোষ যেন ডুবে যেতে চায় 
তোমার কোষের সাথে। 

আস্তে আস্তে তাই পরিনত হই আদিমানবে,
তোমার সৌন্দর্য করে উন্মুক্ত। 
ধীরে ধীরে একত্রিত হয় লিঙ্গদ্বয়,
পূর্ণতা পায় শূন্যের প্রতিভূ। 

বিশটি আঙুল ব্যস্ত হয় পবিত্র স্পর্শে,
জল আসে নদীতে, ভিজে হয় অবগাহন।
নিষ্ক্রান্তে নিষ্পত্তি পায় আদিম রিপু।।




প্রত্যূষ, বাইশে অগষ্ট,
মিরপুর, ঢাকা। 


Thursday, August 6, 2020

অপেক্ষা


সন্ধ্যা নামার আগে
এক পশলা বৃষ্টিতে ভিজে গিয়েছিল তপ্ত বিকেল,
তেঁতে থাকা মাটিতে জলের স্পর্শে হয়েছিল 
তাপের বিচ্ছুরণ।
তাতেই হয়তো কেটে গিয়েছিল মেঘ। 

অতঃপর সূর্য প্রস্থান করে আকাশের ক্যানভাস থেকে;
সন্ধ্যা নামে,
ঘিরে ধরে আঁধার। 

আমি অপেক্ষায় আছি আলো দেখবো বলে।