Monday, October 8, 2018

বাস্তবতা

প্রতিনিয়ত স্বপ্নমেঘের মাঝে বিচরণ করা মানুষটি
যখন বাস্তবতার জমিনে পতিত হয়,
তখন,
একমাত্র সেই ব্যাক্তি
আর ঈশ্বর জানেন এই অনুভূতি প্রকাশ
কোন ছাপার অক্ষরে বা সেলুলয়েডের পর্দায় সম্ভব নয়।
চেষ্টা যে করেনি লোকে তা নয়-
করেছে বহুবার- বহু উপায়ে।
সাময়িক অনুভব হয়ত তা দিতে পেরেছে;
তবে সত্য অভিজ্ঞতাটা নয়।
তীব্র কষ্ট আর দম আটকানো এই অভিজ্ঞতাটা কুরে কুরে খায়-
নিয়মিত,
প্রতিনিয়ত,
শেষের আগমুহূর্ত অব্দি।
বিশ্বাস না হয়, কোন আত্মহত্যাকারী ব্যাক্তিকে জিজ্ঞাসা করে দেখুন!
৮.১০.২০১৮
মিরপুর, ঢাকা

No comments: