Thursday, October 30, 2014

হারানো-মনন কাব্য

 শেষ বৈকেলের আলোকরশ্মিতে
জ্বোজুল্যমান দুর্ব্বার উপরে লাগিয়া থাকা
ছোট তারার ন্যায় শিশিরের কাছে মন করেছি সমর্পন।

শীতের এই বৈকালে
নিদ্রাহীন এক পক্ষকাল শেষে
দুর্ব্বার নিকট মন হারাইবার কোন সুনিশ্চিত কারন
থাকিবার কোন কারন রহিয়াছে বলিয়া আমি মনে করিনা!
তবু হৃদয় পারিনি করিতে নিয়ন্ত্রন।

ইহার ন্যায় বহু কর্ম্মই করিয়াছি
অতীত জীবনে। অদ্য ফিরিয়া তাকাইলে
আপনাকে মনে হয় চিনিতে পারিনা, অপরিচিত লাগে!
স্বর্গ-মর্ত্য-ভ্যুলোক ব্যাপিয়া পরমেশ্বরের অসীম কীর্তি দেখিয়া
সংযত করিতেছি নিজেকে, খুঁজিয়াছি উত্তর বহুজনার কাছে।
অর্বাচীন, বৃদ্ধ বা উচ্ছল বালক বাদ দিয়াছি কাহাকে?
শেষে উত্তর দিয়াছে আমার মনন।

তদুপরি কেন এই দুর্মুল্যের মনন হারাইলাম
এক সামান্য দুর্ব্বার উপরে লাগিয়া থাকা শিশিরবিন্দুর কাছে?
হায়! যদি নিজেকে প্রবোধ দিতে পারিতাম
আমি বোকা নই বা আমার ন্যুনতম স্বাভাবিক জ্ঞ্যান বিদ্যমান।
যদি করিতে পারিতাম প্রমান
যাহা করিয়াছি তাহাই শুদ্ধ।
সত্য বলিতে হৃদয় লুকাইয়াছি তাহার কাছে,
যাতে সে না দিতে পারে বাঁধা, সকলের জন্য
এক গুবরেকে যে করিতে হইতে পারে পুনশ্চ আপন!