Friday, March 2, 2018

দীর্ঘদিন পরে

দীর্ঘদিন পরে সেই দুটো চোখের মুখোমুখি হয়ে
দীর্ঘশ্বাসের সাথে শুধু একটা শব্দই বেরিয়ে আসে কন্ঠস্বর থেকে,

ভালবাসতাম, এখনও বাসি, হয়ত বেসেই যাব।

মিষ্টি হাসিতে সে ভুবন ভোলানোর বিদ্যেটা
এখনও কাজে লাগাও দেখছি!
তবে, হাসির আড়ালে কষ্ট চেপে রাখার বিদ্যেটা আয়ত্ত্ব হয়নি।

এখনও সেই চোখের মায়ায় হৃদয় কাড়ো।
এখনও সেই আগের মত দুষ্টু কথায় মিষ্টি রাগ ঝাড়ো।

এখনও সেই আগের মতই আছ,
বদলে গেছি আমি, বদলে গেছে সময়, বদলে গেছে সব।
বদলায়নি শুধু 'ভালবাসা'।

ভালবাসতাম, এখনও বাসি, হয়ত বেসেই যাব।

অনুভূতি

সবাই ভাল আছে দেখলে আনন্দ হয়,
মন থেকেই।
তবে, মনের কোন এক কোনায় যে ঈর্ষা জাগেনা তা কিন্তু নয়।
ঈর্ষা জাগে, ক্রোধও।
একটা সময় সব অনুভূতি মিইয়ে যায়।
পৃথিবীতে কুকুর-কপালে কিছু মানুষের অত্যাবশ্যকীয় দরকার ছিল
সামঞ্জস্যতা বজায়ের জন্য, অন্তত তা হওয়া গেছে।
তখন কুকুর-কুণ্ডলী দিয়ে ঘুমিয়ে পড়ি।
যদিও ঘুমুতে খুব কষ্ট হয়!