Friday, October 23, 2020

একটা গল্প বলে যাই

গল্পটা ছিলো বড্ড নীরস,
তাই ছিলো অগোচর।  

শুরুতে

মুঠোফোনে খুলে ইতিহাসের খেরোখাতা,
গজনী-রাজের ষোলতম যুদ্ধের বাতুলতা;
সপ্তদশে নিরঙ্‌কুশ বিজয়,
শিরদাঁড়ায় তীব্র-প্রবাহ বয়।
মনে পড়ে যায় নিজের পরাজয়ের খবর। 

এরপর

ঘুরে দাঁড়ানোর দিন শুরু
ছত্রপতি শিবাজীকে মেনে গুরু;
মাঁড়ি চেপে দিনটাকে করে শেষ,
সাঁঝরাতে বই-পাতায় নিরুদ্দেশ,
সপ্তাহান্তে স্বপ্ন ছুঁতে ছুটে চলা পথিক-প্রবর। 

অবশেষে

তীরে পৌঁছে পিছনে ফিরে তাকাই,
সামনে দেখি জলধির সীমা নাই।
ঝাঁপ দিয়ে পড়ি অতল সমুদ্রে
সাঁতরে যাই পিঠ পুড়িয়ে রৌদ্রে;
জানি সামনেই আছে অপেক্ষায় সুখ-সরোবর।