Thursday, July 18, 2019

হে রাষ্ট্র

হে রাষ্ট্র,
তোমার জন্য একরাশ বেদনা আর ঘৃনামিশ্রিত অনুভুতি নিয়ে
লিখতে বসেছি তোমার এপিটাফ।

জানি, এখনও পুরোপুরি নিঃশেষ হওনি
নিবু নিবু করে জ্বলছে তোমার জীয়ন-মশাল।
পঁচে যাওয়া শরিরতন্ত্র নিয়ে তোমার বেদনাময় বেঁচে থাকা।

পায়ের তালুতে সব পরজীবি ব্যাক্টেরিয়ার সংক্রমন
হাঁটুর জোড়া ভেঙ্গেছে সেই কবে।
পেটের ভেতর কৃমিরা সব লুটছে নির্বিচার,
হৃৎপিণ্ড আর কত ভার ব'বে?

গলায় তোমার যক্ষার ফলে স্বর ফ্যাসফেসে ধীর
দৃষ্টি ক্ষীন, তাও এক দিকে!
শ্রবনে কান বধির।

নাসিকারন্ধ্র পঁচে গেছে কবে, শ্বাসে অপঘ্রান,
মস্তিষ্কের নিউরন সব অকার্যকর, মানবের অপমান। 

হে রাষ্ট্র,
বাড়তে দিয়েছ শরিরে সব পরজীবি- ক্ষতিকর ভাইরাস।
ধ্বংস তোমার অবশ্যম্ভাবী। 

শেষ সময়ে প্রাপ্য তোমার শুধুই দীর্ঘশ্বাস!