Friday, March 27, 2020

পরজীবি


নদীর স্রোতের ভেসে চলা শ্যাওলার গন্তব্য কী নিশ্চিত?
কিংবা বাতাসে উড়ে চলা ক্ষুদ্র বালুকনার?
নির্বিবাদে এদের এগিয়ে চলা নিয়ন্ত্রণহীন এক শক্তির সাথে। 

ভাগ্যের কাছে নিজেকে সঁপে দেয়া
একজন জীবনযুদ্ধে পরাজিত সেনার জন্য 
এর চেয়ে ভাল প্রবোধ আর কী হতে পারে কিংবা আত্নসন্তুষ্টি? 

প্রতিটা পরাজয়ের পরে কমতে থাকা আত্নবিশ্বাস 
আর চারপাশের কটুক্তি ভরা দৃষ্টি; দুই মিলে তৈরী সমীকরনের ফল- শূন্য।।

একটি অর্থ এবং মূল্যহীন শূন্য

যার পরে বেঁচে থাকার কোন নৈতিক ভিত্তি নেই, তবু বেঁচে থাকা, 
ভাগ্যের উপর ভর করে।

পরজীবির মত

পরজীবি হয়ে।।

No comments: