Monday, February 4, 2019

বয়ে চলা স্বপ্ন

একগাদা গলে যাওয়া স্বপ্ন বয়ে চলা বাহনে
হাজার টনি দায়িত্বলোহার অসম্ভব চাপ।
থুবড়ে পড়া ইঞ্জিনে তবু জাগবার বজ্রনিনাদ,
স্টিয়ারিঙে হাত রেখে ফিরে দেখাও পাপ।

টায়ারগুলো সব ক্ষয়ে যাওয়া বাতিল প্লাস্টিক,
সাইডভ্যিউ মিররে টানানো ভাঙ্গা আয়নার কাঁচ।
ক্লাচে করেনা কাজ, ব্রেকটাও কাটা
সামনে বাম্পারের হাল বাংলার পাঁচ।

তবু চলার নেশায় উদ্দাম তাই গতি ছাড়ায় ষাট,
আর অল্প দূরেই যেতে হবে, যেখানে হবে অস্ত পাট। 

Friday, February 1, 2019

ইর্ষা

কারো সফলতায় শুভকামনা জানানোর সময়
বুকের মাঝে যে চিনচিনে ব্যাথাটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে
তার নামই ইর্ষা।

ব্যর্থতায় ডুবে থাকা এক হতাশের কাছে এ সময়টা
খুব অশান্তির।
যে অশান্তিটা ঝড় তোলে মনের গভীরে।
যার ফল দেখা যায় চোখের কোনায় পড়িপড়ি করা জলের ফোঁটায়।