Tuesday, June 1, 2021

মেঘ


মিশকালো মেঘ ছড়িয়ে দিল রং আকাশে,
তমসাচ্ছন্ন চারিদিকে। 
ভৈরবের স্রোত যেন ফিরে পেয়েছে যৌবন,
ঢেউ খেলে যায় নদীর বাঁকে বাঁকে।

পাড়ে বসে দেখি সারসের নাচ,
হিমেল হাওয়ায় দোল খাওয়া সবুজ দুর্বা,
ঘাটে বাঁধা নৌকার বিশ্রাম। 

ক্লান্ত আমি অবসাদ ভরা মনে অপেক্ষা করি 
আকাশ বেয়ে নেমে আসা জলধারার। 

জরাগুলো ভেসে যাক... 


পেরুলি, কালিয়া, নড়াইল
পয়লা জুন, বিশ একুশ