Sunday, January 5, 2020

কাল

অথর্বতার সকল সীমা পেরিয়ে
এক বদ্ধ অঞ্চলে আটকে থাকার ভয় নিয়ে বেঁচে থাকাটা জীবন নয়।

মাঝে মাঝে বিদ্রোহ করে ওঠা মনটাকে শান্ত করতে
সাহায্য করে পায়ে লেপ্টে থাকা অদৃশ্য শিকল।
বন্দী থাকাটাই অভ্যাসে পরিনত হচ্ছে প্রতিটা দিন
আঁধার ঘরে লুকিয়ে থাকাটাই হয়ত মঙ্গল।

অন্ধকার প্রকোষ্ঠে বয়ে যায় দিন, মাস, বছর;
মহাকাল পেরিয়ে যায় হয়ে একটি মুহূর্ত।
ঘড়ির কাঁটা বন্ধ হয়েছে বহুকাল আগে,
নরকের কেন্দ্রে পরিনত হয়েছে ঘুর্ণায়মান মর্ত্য।

সীমা পেরিয়েছে অথর্বতার দীর্ঘকাল
স্বাধীনতা, এক মূঢ় শব্দ, তার আওয়াজ হয়ত সবার জন্য নয়।