Wednesday, February 24, 2021

বিলীন

নিসর্গের মাঝে চলতে চলতে
অপরুপ এক দির্ঘাঙ্গির দিকে হল দৃষ্টিপাত। 

ঠিক সে মুহূর্তেই-
থমকে গেল পৃথিবী,
বন্ধ হয়ে গেল ঘূর্ণায়ন,
স্রোতেরা পরিনত হল সুনামিতে,
পবনদেব বসলেন ধ্যানে,
সূর্য স্থির হয়ে থেমে রইল আকাশের বুকে। 

সময় বলতে রইলো না আর কিছু,
একটা নির্দিষ্ট মুহূর্তে সব আটকে গ্যালো।
আর আমি;
তার মাঝে বিলীন হলাম।