Saturday, November 28, 2020

আমি কবি হলাম!


সূর্য আকাশে উঁকি দেয়নি তখনো,

গাছের সবুজ পাতাগুলোর উজ্জ্বলতা বাড়িয়ে দেয়া শিশিরবিন্দুগুলো ঝরেনি,
সিটি করপোরেশনের লোকেদের ঘুমকাতুরে স্বর যায়নি,
পাখিরাও চুপটি করে বসে নিজেদের নীড়ে
ওড়ার অপেক্ষায়।

উত্তর গোলার্ধ থেকে বেড়াতে আসা অতিথিরাও
এক পা তুলে দাঁড়িয়ে রুপসার তীরে,
নৌকা ঘাটে আরম্ভ হয়নি যাত্রী তোলার তোরজোর।

দু'আঙ্গুলের ফাঁকে গোল্ডলীফ নিয়ে
মাঝে মাঝে কুয়াশায় ছড়িয়ে দিচ্ছিলাম নিকোটিন।
হৃৎপিন্ড থেকে কষ্টগুলো টেনে এনে মিশিয়ে দিচ্ছিলাম বাতাসে।
উত্তরের হিমেল হাওয়ায় উড়ে গেলো কারো গোলাপী চাদর-
নিরাভরন হলো এক জোড়া মায়াবী চোখ।
অপলকে চেয়ে থাকা আমার দিকে একবার হাসলে শুধু।

আমি কবি হলাম!


আটাশ নভেম্বর, বিষকুঁড়ি
খুলনা

x