Thursday, August 24, 2017

আলোর অপেক্ষায়

অটল পাহাড়টাও ভুকম্পে কেঁপে ওঠে,
স্রোতহীন নদীতেও বর্ষায় স্রোত আসে,
ধৈর্য্যের সীমাও কোন একস্থানে শেষ হয়।

সীমার কাছাকাছি দাঁড়িয়ে পেছনে ফেরার প্রবল ইচ্ছেটাও
মাঝে মাঝে অসম্ভব হয়ে ওঠে, কারনে- অকারনে।

রাতগুলো ভীষন বড়- অভিশপ্ত,
গায়ে লেগে থাকা আবর্জনাও তখন অস্তিত্বের জানান দেয়।
মেরুদন্ডের লুকিয়ে থাকবার সময়সীমাও শেষ হয়ে আসে প্রায়।।
পিছুটানের স্বমেহন আর নিকোটিনের ধোঁয়া
হয়ত পিছিয়ে দেয়, কিন্তু মেটায় না।

অপেক্ষাটা ভোরের আলোর......