Friday, May 18, 2012

স্বর্ণার কাছে আরতি


স্বর্ণার কাছে আরতি

হেসে এই হৃদয় কেড়েছিলে আমার
সেই শীতের সকালে।
সেই হাসির আরেক টি খণ্ড
পেয়েছি এই গ্রীষ্মের বিকালে।

সেই সুন্দর দুই নয়ন
যা আমায় ডাকে তোমার কাছে।
জানিনা পিছু হটার কোন
উপায় কি আর আছে।

যতই ভাবি ভুলে যাব তোমায়,
তুমি আস ফিরে এ মনে বারে বার।
তুমি ছাড়া সব কিছুই অচল,
কিছুই নাই যে আর।

মন কেড়েছ ওই নয়ন কাড়া
রুপ দিয়ে তোমার, সেই ভোরে।
স্বর্ণা, জেনে রেখ যদি না পাই তোমায়
আমি নির্ঘাত যাব মরে।

শামস রাসিদ

স্বর্ণালী স্বপ্ন


স্বর্ণালী স্বপ্ন

তাকিওনা আমার দিকে অমন করে, ও সোনালি নয়না।
ও চোখ দুটো বেহালা হয়ে মনে তলে মূর্ছনা।

মৃত এক পাথরে ফুটিয়েছ প্রেমের ফুল।
প্রস্ফুটিত হওয়ার আগে ছিঁড়ে ফেলনা...
মরুভুমির তপ্ত রোদে, একচিলতে বাতাস তুমি,
এলোমেলো ঝড়েতে হারিয়ে যেওনা।

তোমার গোলাপ রাঙ্গা ঠোঁটে, মানায় প্রেম অর্চনা।
পাগল করে কি বল বুকে ঠাই দেবেনা।

আমি ভালবাসি তোমায়, শেষ নিঃশ্বাস যতক্ষন।
ভালবাসব এমন করে তোমায়, সারাজীবন-আমরন। 

Wednesday, May 16, 2012

মন


মন

মন তোরে এত বোঝাই,
ও তো তোর না।
বুঝিস,শুনিস সবই করিস
তবু কেন ওকে ভুলিস না?

মন তোর মাঝে আছে কি এমন
তোকে শুধাই বারেবার।
মন তুই হারাস যদি
ভাব, কি হবে আমার?

দেখ না ভেবে মন প্রথম দেখায়
যাকে লেগেছিল তোর ভাল।
দেখলি এতদিন, বুঝলি তো সবই
বল কোথায় আশার আলো?

করলি তো চেষ্টা করতে উজাড়
নিজেকে তার কাছে।
ওর হৃদয় তো অন্য কারো
তোর জন্য কি জায়গা আছে?

                                 শামস রাসিদ

Sunday, May 13, 2012

মা, আমার পৃথিবী


মা

জীবনের প্রথম মুহূর্তঃ
এক নবশিশুর আগমন এই পৃথিবীতে
দৃষ্টি ক্ষীণ, আবছা আবছা প্রথম যাকে দেখা যায়,
সে মা।
নাসিক্য রন্ধ্রের প্রথম কাজ,
যার গন্ধ প্রথম অনুভব করে,
সে মা।
জীবনের প্রথম খাবার যার শরীর থেকে নেয়,
প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে
সে মা।
শৈশব ও কৈশোর
জীবনের প্রথম পাঠে হাতেখড়ি
যার হাতে
সে মা।
যার হাত ধরে ছোট ছোট পায়ে
প্রথম স্কুলে যাওয়া।
সে মা।
যার আহ্লাদে গদগদ হয়ে
অনেক ভুলে মাফ পেয়ে যাওয়া,
সে মা।

জীবনের শুরুই যার হাতে,
যার কাছেই পাওয়া সারা পৃথিবীর মমতা,
সেই মা আমার পৃথিবী,
আকাশের চেয়ে বেশি তার উচ্চতা।
শ্রদ্ধা তার প্রতি
সাগরের চাইতে বেশি গভীর।
ভালবাসা তার প্রতি
ইলেকট্রনের চাইতেও বহুগুনে অধীর।

মা, আমার সারা পৃথিবী,
নমি তোমায় বিনম্র চিত্তে।
মা, সব কিছু আমার, সব সময়,
তোমার আঁকা বৃত্তে।

 shams rasid

Saturday, May 12, 2012

My mother...



My mother…

Ma, it’s you who has brought me up till today,
It’s you who helped me in learning everything I learnt
Except El you are the person
To whom I might pray.

It’s you who is the best friend of mine in the world.
You are the person to whom everything I share,
You abused me for my unwillingly mistakes
Such incident is rare.

You are my only mentor when I feel depressed.
Only your words make me back to the track.
That’s why you are the only person,
I do my every work only for your sake. 

মা

মা,
এক শব্দে বলা যায় এমন এক ডাক।
মা,
স্নেহের পরশ বুলানো দেহে ভালবাসার আঁক।
মা,
কষ্ট আর শ্রদ্ধায় গড়া এক প্রতিমা।
মা,
ভগবানের এক সাক্ষাত উপমা।

শুরু থেকে আজও প্রতিটি মুহূর্তে
আছে জড়িয়ে, মায়ের অবদান।
দুঃখ কষ্টে কাটে দিন,
তবু যোগাতে সাহস এ মনে,
লুকিয়ে চোখের জল
সদা তার মুখ অম্লান।

জানিনা কিভাবে মা জানাব শ্রদ্ধা
তোমায় কেমন করে?
বহুদিন মা দেখিনা তোমায়
মনটা আছে মরে।

মুঠোফোনে হয় কথা নিয়মিত
তবু ভরেনা প্রান।
জীবন যুদ্ধে ক্লান্ত আমি মা,
আসছি ফিরে তোমার কোলে
জুড়াতে এ মন
করতে সব দুঃখ অবসান।

Friday, May 11, 2012

shaarna


Sharna,
You have filled my heart
With a beautiful dream.
You became a part
Of my life skim….

Until I am alive
I will wait for you.
I have to get yourself
Its my ultimate view..

Have left some badhabits,
Have started some newer.
Have a lot of love for you
But expressed a fewer…….


The sleepy poet Ghumanta Shaon

Monday, May 7, 2012

আশায় বসতি


অস্থির এক ক্রান্তিকাল চলছে এ দ্বীপে,
সব প্রানীকুলের মাঝে অস্বস্তি।
তারই মাঝে থাকতে হবে বেঁচে,
গড়ে আশায় বসতি।

দুর্ভাবনার জঞ্জাল সব দূরে ছুড়ে ফেলে,
বাচতে হবে আশায় আশায়-
সব ভালোর দুয়ার মেলে।
বাঁধতে হবে সবাইকে ভালবাসায়।

দুঃখ সেতো আপন সবার।
ছাড়বেনা কভু পিছু কারো।
ঘৃণা ক্লেশ সব মুছে ফেলে,
আশার মাঝেই বেঁচে থাকা,বাচতে হবে আরও।
                                                            শামস রাসিদ

দুঃখ আজ বাঁধনহারা


দুঃখ আজ বাঁধনহারা

দুঃখ আজ বাঁধনহারা,
 মনের ঘুড়ি আজ লাটাই ছাড়া,
  মন জানেইনা ওড়ে কোথায় কখন,
   ভেঙ্গে গেছে এক রঙ্গিন স্বপন।

ইকারাসের ডানা কাঁধে চাপিয়ে,
 উরে চলছিলাম এক স্বাপ্নিক আকাশে।
  আজও বুঝিনা কেন এমন হয় শুধু আমার সাথে,
   আজ নেই বাঁধা কোন কিছু প্রকাশে।

ভাবনার সব রঙ মুছে যাওয়ার কষ্ট
 তিক্ত করেছে আমায় হৃদয়ে কঠিনভাবে।
  তবু বেঁচে রই,সিক্ত করি সব,
   এই হৃদয়ের সব আহাবে।
*আহাব=ভালবাসা
                               শামস রাসিদ

কষ্ট এবং দুঃখ


কষ্ট এবং দুঃখ

সব দুঃখ আজ করেছে ভর
 আমার উপরে।
একা একা কেঁদে চলি
 এই আজব শহরে।

আশা যা ছিল এ হৃদয়ে
 ভঙ্গ হল আজ তার সবই।
নিরাশার কালো মেঘে ঢাকা
 আমার আশার রবি।

যতই থাকুকনা কেন বাঁধা,
 এগিয়ে যাব এই প্রত্যয়ে,
  এই ছিল আমার প্রতিজ্ঞা।
আজ আমি পর্যুদস্ত পরাজয়ে।

অসম্ভব ভারী এক কষ্ট এখন
 চেপে রেখেছি এই বুকে।
কান্নার লোনা জল যায় গড়িয়ে
 মনের দেয়ালে আলপনা এঁকে।

আমি আজ সর্বহারা-
 এক তুচ্ছ প্রানি এই পৃথিবীতে।
নিরাশার কালো রঙ্গে ঢাকা
 এ জীবন চলছে অন্ধকারমাখা নিশিথরাতে।
                                                            শামস রাসিদ

Saturday, May 5, 2012

তোমার মাঝে আমার সুখ


তোমার মাঝে আমার সুখ

তোমার মাঝে আমার সুখ,
তুমি আমার সাধনা।
তুমিই যে আমার সব
তুমি কি তা বোঝনা।

কেন তুমি দূরে,
অজানা সুরে ডেকে চলেছি
বারেবার তোমায়।
জানি অচিনপুরে,
আছ রাজপুত্রের সাথে,
কেন বাসবে ভাল আমায়।

তুমি আমারি পুজা,
সঙ্গী ফুলশয্যার।
আড় কিছু চাইনা আমি
যতটা ভালোবাসা চাই তোমার।

                          শামস রাসিদ

ভালবাসার কথামালা


ভালবাসার কথামালা

ট্রয়, ভালবাসার কারনে ধ্বংস হওয়া এক নগর,
আজও বহন করছে সাক্ষ্য
যে প্রেম মানুষকে কতখানি পাগল করে দেয়।

অন্য দিকে রোমান সাম্রাজ্যের পম্পে এক নগর,
যার মাঝে আছে প্রমান, কিভাবে-
ভালবাসা মৃত্যু সময়েও দুজনকে আপন করে নেয়।

হায় এই ভালবাসা!
কখনও হাসায়, কখনও কাঁদায়।
কখনও গড়ে সব,
কখনও ধ্বংসের পথে গড়ায়।

হে সোনালী নয়না, জানিনা তুমি কোন পথে
চালনা করছ আমায়।
কি করব জানিনা, ধ্বংস অথবা তৈরি
অপেক্ষা করছি তোমায়।
                                                শামস রাসিদ

অজানা সব পঙক্তিমালা


জানিনা কেন এই পৃথিবীর-
এই সময়ের সব কিছু আজ
লাগছে এলোমেলো।
জানিনা কেন আমার
মনের আকাশ
মেঘে ঢাকা , কালো।
জানিনা কেন হারাচ্ছে,
আমার সকল
আশার আলো।
জানিনা কোন ঝড়েতে
এ হৃদয়-
লণ্ডভণ্ড হল।

সব আশার দরজা আজ বন্ধ কেন?
কেন এ হৃদয়ে শ্মশানের নীরবতা।
কেন আজ সব রুঢ়,
মিইয়ে সব মিষ্টতা।

একদিন যাব মিশে এই মৃত্তিকার সাথে,
হয়ে যাব একাকার।
জীবনের সব দুঃখ ক্লেশ
করবে হাহাকার।

                       শামস রাসিদ

জীবনের সব রঙ


জীবনের সব রঙ আজ ফ্যাকাশে।
বিন্দু বিন্দু মেঘ আজ আকাশে।
জানি হবেনা বর্ষণ, হবেনা পবিত্র
এই মৃত্তিকা।
রবে মনের আকাশে রয়ে
উজ্জ্বল জ্যোতিকা।

হৃদয়ের উল্লম্ফন আজ বন্ধ
যা আরম্ভ হয়েছিল তোমায় দেখার পরে।
জানতামনা হারিয়েছি তোমায়
আগেই আসা এক ঝড়ে।

যাইহোক পাইনি তোমায় অল্প আক্ষেপ
থাকবে এই মনে।
আমায় চেননি,আমায় বোঝনি।
ভালবেসেছে অন্য জনে।

শামস রাসিদ

Wednesday, May 2, 2012

you are the one

You are the one
whom I feel always.
Who is an ocean to me,
gives sky blue rays....
You are the one
whom I love.
You are sitting on my mind-tree
like a lovingly dove.
You are everything to me,
you are my existence.
I've said what I had to say.
Now waiting for acceptance.

Tuesday, May 1, 2012

স্বর্ণা


স্বর্ণা,যেমন সুন্দর তোমার নাম তেমন সুন্দর তোমার চোখ
তাইতো কারনে অকারনে তোমার পানে চেয়ে থাকি অপলক।
তোমার সুন্দর মুখটা আমার হৃদয়ে গেথে গিয়েছে স্থায়ী হয়ে।
তোমাকে আমার করব একদিন, গৌরবের এক বিজয়ে।

একটাই অনুরোধ আমার, হারিয়ে দিওনা আমায় যুদ্ধ শুরুর আগে
যেওনা ওই দুরাচার,প্রবোধ,দুষ্ট বালকের সঙ্গে বেড়াতে।
অনেক রক্তক্ষয়ী যুদ্ধে জয়ী আমি হয়েছি বীরত্বের সাথে।
পারবনা সইতে,আমি যে মরেই আছি তোমার অনুরাগে।

আমার আবেগ কিভাবে প্রকাশ করব জানিনা, হারিয়েছি ভাষা।
তবে আমি জানি আমি মানুষ হয়েছি,কারন ভালোবাসা।
চাঁদ, তারা, আকাশ সবাই জানে কতটা পাগল আমি।
নিজেকে প্রকাশ করেছি আমি তবুও কি বোঝনা তুমি?



                  শামস রাসিদ 

আজ তোমার চোখে রোদ্দুর


আজ তোমার চোখে রোদ্দুর

তুমি যদি হতে আমার প্রেম
তবে দূরে দূরে থাকতেনা।
যদি সত্যি ই ভালবাসতে আমায়
তবে আমায় কাদাতেনা।

এই হৃদয়ের রক্তক্ষরণ যদি
তোমার বেদনা বাড়াত,
তবে আসতেই আমার পাশে।
থাকতে আমার কাছে
যোগাতে সাহস এ মনে
শত গুন ভালবেসে।

হয়নি এমন কিছুই,জানি হয়ত
হবেওনা কখনও।
তাই আজ আমার চোখে মেঘ-
বৃষ্টি লুকোনো 
সাত সমুদ্দুর।
আজ তোমার আকাশ নীল
তাতে সমুজ্জল রোদ্দুর।
                               
                                s.rasid