Sunday, May 13, 2012

মা, আমার পৃথিবী


মা

জীবনের প্রথম মুহূর্তঃ
এক নবশিশুর আগমন এই পৃথিবীতে
দৃষ্টি ক্ষীণ, আবছা আবছা প্রথম যাকে দেখা যায়,
সে মা।
নাসিক্য রন্ধ্রের প্রথম কাজ,
যার গন্ধ প্রথম অনুভব করে,
সে মা।
জীবনের প্রথম খাবার যার শরীর থেকে নেয়,
প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে
সে মা।
শৈশব ও কৈশোর
জীবনের প্রথম পাঠে হাতেখড়ি
যার হাতে
সে মা।
যার হাত ধরে ছোট ছোট পায়ে
প্রথম স্কুলে যাওয়া।
সে মা।
যার আহ্লাদে গদগদ হয়ে
অনেক ভুলে মাফ পেয়ে যাওয়া,
সে মা।

জীবনের শুরুই যার হাতে,
যার কাছেই পাওয়া সারা পৃথিবীর মমতা,
সেই মা আমার পৃথিবী,
আকাশের চেয়ে বেশি তার উচ্চতা।
শ্রদ্ধা তার প্রতি
সাগরের চাইতে বেশি গভীর।
ভালবাসা তার প্রতি
ইলেকট্রনের চাইতেও বহুগুনে অধীর।

মা, আমার সারা পৃথিবী,
নমি তোমায় বিনম্র চিত্তে।
মা, সব কিছু আমার, সব সময়,
তোমার আঁকা বৃত্তে।

 shams rasid

No comments: