Saturday, October 19, 2019

শিক্ষক

মানুষ হয়ে জন্ম নিলেই মানুষ হওয়া যায়না,
অন্ধকারে হাতড়ে গেলেই এডভেঞ্চার হয়না।
জন্ম দিল বাবা মা, শিক্ষা দেবে কে?
শিক্ষকেরই দরকার জীবনের এই বাঁকে।

শিক্ষক পরম পূজনীয়
শিক্ষা করেন দান,
মানুষের কাছে শিক্ষা
আঁধারে আলোর সমান।

আলোকিত করে যান সমাজকে
হয়ত নিজের পকেট গড়ের মাঠ।
বুকের ব্যথা বুকে চেপে
শেষ করে যান প্রতিটা পাঠ।

শিক্ষক সমাজের আলোর প্রদীপ,
ন্যায়ের দীক্ষা-ই তার জীবন প্রাণ।
চান না তিনি কিছুই
যেন ভুল না হয় দিতে তার প্রাপ্য সম্মান।