Thursday, July 25, 2013

নিঃশব্দ

বন্ধুত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরস্পরকে বোঝা। তবে বুঝতে পারারও প্যারা আছে এক প্রকার। বন্ধু মনে মনে কি ভাবছে একসময় তাও ধরে ফেলা যায়। এমনই দুই বন্ধু ছিল মঞ্জয় আর কামনা। কামনাকে মনে মনে খুবই ভালবাসে মঞ্জয় কিন্তু বন্ধুত্বের কারনে কিছু বলে ওঠা হয়না।

কামনা একসময় ভালবাসত মদন কে। ছাড়াছাড়ি হবার পরও ছাড়াছাড়ি হয়নাই এমন ব্যাপারটা। মদনের চোখে মঞ্জয় আবার শত্রু। মঞ্জয়ও মদনকে সেভাবেই দেখে। কামনা জানে ব্যাপারটা তবু তার অসীম সরলতা (!) অথবা কুটিলতা (মেয়েদের মন ভগবান ও বোঝেনা আমি কোন ছার) এর কারনে মদনের সাথে তার কথা হয় নিয়মিত। মঞ্জয় একসময় সরে যায় কামনার কাছ থেকে এই কারনে। 

কামনা এখানেও বাগড়া দেয় মঞ্জয়ের কাছে তাই কোন এক অমোঘ টানে কামনা কে ফেরাতে পারেনা মঞ্জয় (মঞ্জয় আসলেই আবুল মার্কা পোলা, নিজের পুঙ্গি বাজলেও মুখে হাসি বজায় রেখে চলা এক আজব চরিত্র।) তবে সব খেলার শেষ আছে। মঞ্জয় বুঝতে পারল তার বন্ধুর মনের মধ্যে মদন শিকড় গজিয়ে আছে। তাই দ্বিধা দ্বন্দ্ব ত্যাগ করে নিজের খেলা আরম্ভ করল সে। কামনাকে বলল চল মন্দিরে যাই। অন্যদিকে বন্ধুদের পাঠাল মদনকে আনতে। মন্দিরে দুজনকেই উপস্থিত করে মদনের হাতে কামনার সিঁথিতে সিঁদুর রাঙ্গিয়ে দিল। বন্ধুর মন বুঝে বন্ধুর বিক্ষিপ্ত মনকে স্থির করতে নিঃশব্দে এর চেয়ে ভাল আর কিইবা করতে পারত মঞ্জয়... তাই করেই ফেলল। আর নিজেকে সঁপে দিল পবিত্র জলের কাছে।

Tuesday, July 16, 2013

স্বীকারোক্তি


তোকে ভালবেসে ফেলেছিলাম অজান্তে,
বুঝতে পারিনি এমনটা হতে পারে...
বুঝতে পারলে হয়তো আগেই সরে আসতাম...
এখন ডুবে আছি ভাবনার অনন্তে।
ভাবতে পারিনি আগে অগোচরে...
এখন মনে হয় যদি আগেই সব ভাবতাম...

তোর মত মেয়ের প্রেমে পড়া ভুল।
তবু কেন যে ভালবেসে ফেলেছি সত্যিই, জানিনা...
কত সুন্দরীর ডাকে সাড়া না দেয়া পাগল আমি
কেন করলাম এ পাগলামি তোকে ভালবেসে, জানিনা...

তাইতো সরে যাই দূরে-
তোর থেকে বহুদূরে... যেখানে সব আছে নেই তুই।
ফিরোজা রঙের মাদকতায় হারিয়ে, কামনার আগুনে
তপ্ত হয়ে, আরও পাগল হয়ে পদপিষ্ট করব জুঁই।


Sunday, July 7, 2013

উল্কাপিন্ডের স্বীকারোক্তি

ফিরি খুঁজে তোমায় বারেবার,
ওই নীলাকাশের মাঝে।
কখনও ধরা দাও তুমি চাঁদের আকৃতিতে,
কখনও সন্ধ্যাতারার মত
নিশ্চুপ, একাকীত্বের কোন সাঁঝে।

খুঁজে খুঁজে তোমায় যখন ব্যর্থতা গ্রাস করে
তখন ভাবি সেই দিনগুলোর কথা...
যখন তোমার কাছের ছিলাম
একসাথে ওই আকাশের বুকে ভিজতাম
ভুলে সব ভিন্নতা।

উল্কাপিন্ড হয়ে জন্মেছিলাম তাই,
পতন হওয়া ছিল নিশ্চিত।
চলে এসেছি মর্ত্যে,
জ্বলি একা একা,

করতে কোন পাপের প্রায়শ্চিত। 

Wednesday, July 3, 2013

কস কি????

বাপে আমারে বাপ ডাকে,
আর তুমি তার মা।
তার মানে কি
তুমি আমার ইয়ে হইলা না?

রাগ করছ কইবানা কথা,
ভাবছ কি ভয় পামু?
বউ কথা কও, বউ কথা কও
এই রোমান্টিক বুলামু।

থাম রে সোনা, থাম রে তুই।
জানিসতো আমার ব্যাপারে।
ওপারের চিন্তা নাই মাথায়
চাইছিলাম তোরে এপারে।

দুর্বলতা দেখছস তুই,
ভাবছিস তুই সেরা।
জানিস না তুই নিজেই কি চাস...
এইটাই তোর প্যারা।

ভাবিস না তুই দূরে গেলে চলে
আমি হব খুব দুখী।
লাইফ মানে এটিএম।
আমি সব সময়ই সুখি।