Sunday, September 2, 2018

অভিশাপ

'অভিশাপের সংজ্ঞা জান?'
বৃষ্টিস্নাত এক বিকেলে জিজ্ঞাসা করেছিলে তুমি,
চোখে চোখ রেখে, ঘৃনায় পূর্ণ এক কন্ঠে।

আমি হেসেছিলাম সেদিন,
বলেছিলাম 'তুমিই আমার জীবনে অভিশাপ'।
তোমার চোখের জল ভীষন ভাল লাগছিল আমার।
ঘৃনা আর কষ্টের মিলনে যে অশ্রুবিন্দুর সৃষ্টি হয়
তা প্রথম দেখেছিলাম সেদিন, হেসেছিলাম দেখে।

তারপরে কেটে গেছে বহুদিন।
পদ্মায় বয়ে গেছে অসংখ্য স্রোত,
আকাশের মেঘগুলো ঝড়িয়েছে অনেক বৃষ্টি।
আজও সেই কান্না দেখি, আমার স্বপ্নে,
বিশ্বাস কর এখন আর হাসতে পারিনা,
আমি জেনে গেছি অভিশাপের সংজ্ঞা।