Friday, March 27, 2020

পরজীবি


নদীর স্রোতের ভেসে চলা শ্যাওলার গন্তব্য কী নিশ্চিত?
কিংবা বাতাসে উড়ে চলা ক্ষুদ্র বালুকনার?
নির্বিবাদে এদের এগিয়ে চলা নিয়ন্ত্রণহীন এক শক্তির সাথে। 

ভাগ্যের কাছে নিজেকে সঁপে দেয়া
একজন জীবনযুদ্ধে পরাজিত সেনার জন্য 
এর চেয়ে ভাল প্রবোধ আর কী হতে পারে কিংবা আত্নসন্তুষ্টি? 

প্রতিটা পরাজয়ের পরে কমতে থাকা আত্নবিশ্বাস 
আর চারপাশের কটুক্তি ভরা দৃষ্টি; দুই মিলে তৈরী সমীকরনের ফল- শূন্য।।

একটি অর্থ এবং মূল্যহীন শূন্য

যার পরে বেঁচে থাকার কোন নৈতিক ভিত্তি নেই, তবু বেঁচে থাকা, 
ভাগ্যের উপর ভর করে।

পরজীবির মত

পরজীবি হয়ে।।

Wednesday, March 25, 2020

ধরিত্রী

নিজেকে বন্দী করে রাখাটা সবচেয়ে কঠিন কাজ
একজন মানুষ হিসেবে।
যুগে যুগে গ্রন্থগুলো বার বার আমাদের বলেছে 'বড্ড ত্বরাপ্রবণ'।
নয়ত নিশ্চিত ক্ষতি জানা সত্ত্বেও ভিড়ে সেঁধিয়ে
প্রিয়জনের জন্য ধ্বংস বয়ে নিয়ে যাওয়া কি সম্ভব হত?

ক্ষত সৃষ্টি হয়েছিল পৃথিবীতে।
কয়েকটা দিনে নিজেকে সারিয়ে তুলছে ধরিত্রী-জননী,
ফিরিয়ে দিচ্ছে তার অন্য সন্তানদের জীবনের স্বাদ।
যা নষ্ট করে দিয়েছিল মানুষের লোভ
সেই আদি থেকে।
শাস্তি শুরু করেছে প্রকৃতি, নিচ্ছে অগুনতি প্রাণ।

যদিও পাপের তুলনায় তা যৎসামান্যই।।

আরমাগাদন বহুদূরে, তা ঘোষনা করতে প্রত্যাদেশপ্রাপ্তদের প্রয়োজন নেই আর
তবু প্রার্থনা, কমে যাক আগাছার মত মানুষগুলো।
যাতে দুরত্বটা দুরেই থাকে।