Friday, September 6, 2019

সময়

কখনও কখনও নিজেকে
নীল আকাশের বুকে ভেসে বেড়ানো
সাদা মেঘের মত ভাবতে ভাল লাগে।
যে মেঘের স্বাধীন, পিছুটানহীন এক নিরুদ্দেশ যাত্রা।

যে যাত্রায়
মাঝে মাঝে দেখা হয় কিছু উড়ন্ত পরিযায়ীর সাথে,
কাটে সুন্দর কিছু ক্ষণ।
মায়ায় বিঁধে মন কিন্তু বাঁধা পড়ে না।
ক্ষনিকের ভাল থাকা শেষে নতুন করে শুরু হয় পথচলা।

কখনও কখনও নিজেকে
উপকূলের বুকে আছড়ে পড়া
তীব্র স্রোতের মত ভাবতে ভাল লাগে।

যে স্রোতের সাথে ভেসে চলে
অষ্টাদশী কিশোরির চুলে খোঁপা হয়ে বিধে থাকা ফুল
আর আনন্দ নিয়ে সাগরের বুকে ঘুরে বেড়ানো
সব নীল ডলফিন।
প্রশান্ত থেকে বঙ্গোপসাগরের প্রতিটি উপকুলে
যাদের যাতায়াত, বিরামহীন।

মাঝে মাঝে নিজেকে মানুষ ভাবতে ইচ্ছে করে।
ভাবনাটা হয়তবা খুব অপ্রাসঙ্গিক আদিপাপের ফলে।
ইচ্ছেটা ইচ্ছেই থেকে যায়,
সময় বয়ে যায় মেঘের মত, সাগরের স্রোতের মত।