Thursday, March 28, 2013

ভালবেসেছি তোমায়

ভালবেসেছি আমি তোমায় আমার কবিতার মাঝে।
সামনাসামনি যা বলতে পারিনি তা বলেছি
আমার কবিতায়।
জানি বুঝতে পেরেছ তুমি,
তবু এড়িয়ে গেছ
পাগলের প্রলাপ ভেবে।
এটাই তো আকাঙ্খিত আমার কাছে, যে তোমায়
ভালবেসে পাবনা কিছুই, হারাবও না,
নিজ জীবন থেকে।
শুধু চেয়েছি উপলব্ধি কর
আমার ভালবাসা
তোমার কোমল হৃদয়-পল্লবে।

জানি আমি সফল এ কাজে, পেরেছি আমি বোঝাতে
তোমায় আমার হৃদয়ের আকুতি।
বুঝেছি আমি দেখে তোমায়, তোমার আচরনে,
আমার প্রতি অনুভুতির অবনতি।

যতই চাও আমায় বোঝাতে আমি নেই তোমার হৃদে।
আসলে ততটাই গেঁথে যাচ্ছি আমি তোমার মনে।
হয়না বিশ্বাস? তবে বলছি শোন, রাতে জানালার পাশে
বসে আকাশের দিকে তাকিয়ে ভেবে দেখ গোপনে।

নিশ্চিত আমি তোমার মনের কোন না কোন কোনে
আছি লুকিয়ে। যেমন চেয়েছ তুমি,
আমায় না ভালবাসতে।
ভেবে দেখ তুমি একবার
মনটাকে কোন বাঁধা না দিয়ে।
আমি আছি সেখানে।
ভাবতে না চাইলেও আজ, একদিন নিশ্চয়ই ভাববে তুমি।
ভাবতে হবেই তোমার একদিন।
কারন আছি আমি,
তোমার হৃদয়ে চুপটি করে বসে
একাগ্র হয়ে কবে খুঁজে বের করবে
আমায় সেই কুঠুরি থেকে।

Monday, March 25, 2013

বল কেমনে সই, চতুর্ভুজা?

কখনও কি দেখেছ সূর্যগ্রহন,
যখন এক অভিশপ্ত ছায়া গ্রাস করে সূর্যকে।
তখন যুগপৎ এক ভয় আর অস্বস্তি 
কাজ করে মানুষের মনে।
বিশেষ করে সেসব মানুষ যারা অন্ধভাবে
সূর্যকে করে পূজা।

আমিও তো ভালবাসি তোমায়
পুজি তোমার রূপ, মেধা-মনন, সৃষ্টিশীলতা-
তোমার চঞ্চলতা, উদ্দামতা হৃদয়ের গহীন থেকে।
আমারও তো আবেগকে রুদ্ধ করে
যদি তোমার অপরুপ মুখটা দেখি আধার কালো।
বল কেমনে সই, চতুর্ভুজা?

Wednesday, March 20, 2013

তোমাতে আমি




তোমার জীবনে হয়ত আমিই নই প্রথম পুরুষ
তবে জেনে রেখো, আমিই সে যে কিনা ভালবাসি তোমায়
হৃদয়ের গভীর থেকে।
এতটাই গভীর থেকে যার নেই কোন তল।
এই গভীর সাগরের মাঝে তুমিই আমার জল।

তুমি হয়ত ভাব তোমার জন্য করে আছে অপেক্ষা
অনেকে, শুধু তোমায় পাওয়ার আশায়।
কিন্তু জাননা তুমি,
কতগুলো অপেক্ষার প্রহর কাটিয়েছি আমি তোমায় ভেবে।
ছিলে তুমি মনে, আজীবন তুমিই রবে।

তুমি হয়ত ভাব বন্ধু আমি তোমার, নই অন্য কিছু।
জাননা তুমি আমি তোমায় কি ভাবি।
আমি ভালবাসি তোমায়
তোমার অগোচরে, সবার অন্তরালে, বন্ধুত্বের মোড়কে।
রাখব খুশি তোমায়, নিজে মরে ধুঁকে ধুঁকে।

Sunday, March 3, 2013

অবগাহন




মেয়ে,
আজ তোমার প্রেম সাগরে করব অবগাহন।
নিংড়ে আনব তোমার শরিরের ভাঁজে ভাঁজে
লুকিয়ে রাখা সব সম্পদ।

মেয়ে,
একবার তোমার বুকের পাহাড়ে করতে দাও অবতরন।
আমি জয় করতে চাই ঐ সু উচ্চ শিখর।
যা মিষ্টি করেছে সোনারোদ।

মেয়ে,
তোমার দেহ যেন এক পৃথিবী, যা রতনে পূর্ণ।
আমি চাই পৌছতে মধ্যবিন্দুতে; যেথায়
সর্বোচ্চ কাঁটা ছোঁয় পারদ।

মেয়ে,
আমি যাব আরও দক্ষিনে, যেখানে আছে অমরত্ব
পাওয়ার গুহা, আমি প্রবেশ করতে চাই তায়।
আমি স্থাপন করব প্রেমসৌধ।