Thursday, March 28, 2013

ভালবেসেছি তোমায়

ভালবেসেছি আমি তোমায় আমার কবিতার মাঝে।
সামনাসামনি যা বলতে পারিনি তা বলেছি
আমার কবিতায়।
জানি বুঝতে পেরেছ তুমি,
তবু এড়িয়ে গেছ
পাগলের প্রলাপ ভেবে।
এটাই তো আকাঙ্খিত আমার কাছে, যে তোমায়
ভালবেসে পাবনা কিছুই, হারাবও না,
নিজ জীবন থেকে।
শুধু চেয়েছি উপলব্ধি কর
আমার ভালবাসা
তোমার কোমল হৃদয়-পল্লবে।

জানি আমি সফল এ কাজে, পেরেছি আমি বোঝাতে
তোমায় আমার হৃদয়ের আকুতি।
বুঝেছি আমি দেখে তোমায়, তোমার আচরনে,
আমার প্রতি অনুভুতির অবনতি।

যতই চাও আমায় বোঝাতে আমি নেই তোমার হৃদে।
আসলে ততটাই গেঁথে যাচ্ছি আমি তোমার মনে।
হয়না বিশ্বাস? তবে বলছি শোন, রাতে জানালার পাশে
বসে আকাশের দিকে তাকিয়ে ভেবে দেখ গোপনে।

নিশ্চিত আমি তোমার মনের কোন না কোন কোনে
আছি লুকিয়ে। যেমন চেয়েছ তুমি,
আমায় না ভালবাসতে।
ভেবে দেখ তুমি একবার
মনটাকে কোন বাঁধা না দিয়ে।
আমি আছি সেখানে।
ভাবতে না চাইলেও আজ, একদিন নিশ্চয়ই ভাববে তুমি।
ভাবতে হবেই তোমার একদিন।
কারন আছি আমি,
তোমার হৃদয়ে চুপটি করে বসে
একাগ্র হয়ে কবে খুঁজে বের করবে
আমায় সেই কুঠুরি থেকে।

No comments: