Monday, April 15, 2013

নতুন সূর্যের অপেক্ষায়




পয়লা বৈশাখ,
নতুন সূর্য, নতুন দিন, নতুন বছর এর শুরু।
সব বাঙ্গালীর প্রানের উৎসব এই বর্ষবরণ, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে।
এই দিনটা আনন্দের,
ভুলে সব পুরনো দুঃখ- ক্লেশ যা ছিল কষ্টের
পথ চলা সামনে, সব খারাপ কিছু জঞ্জালের বাক্সের মাঝে তুলে।
রমনার বটমুলে সুরে সুরে আমন্ত্রন নতুন বছরকে।
পান্তা ইলিশ আর শুকনো লঙ্কার স্বাদের মাঝে ডুব দিয়ে শুরু প্রথম প্রহর।
সারা বছরকে বানাব সবাই আমাদের মত করে,
থাকব সুখে সবাই। সাধ্য কি নড়ায় এ বিধি শনি গ্রহর।
উৎসব কাল বাঙ্গালির, মেলাব প্রানের সাথে প্রান।
গেয়ে যাব সারা বছর সম্প্রীতি আর ভাত্রিত্বের গান।

No comments: