Wednesday, August 25, 2021

ভাদ্রের এমন দিনে


ভাদ্রের এমন দিনেই হয়তো
শেষবার দেখেছিলাম তোকে।
গোধূলির আবছা আলোয়ও দেখেছিলাম স্পষ্ট
উজ্জ্বল দুটো চোখ
যাতে ছিল ক্রোধের বিচ্ছুরণ। 
তুই চলে যেতেই নেমেছিল আঁধার
সাথে আচমকা বৃষ্টি। 
ভেজা ব্যস্ত রাজপথে যখন নিকোটিনের ধোঁয়া উড়িয়ে
উদযাপন করছি পরাজয়,
চোখের জল আড়াল হয়েছিল বৃষ্টির জলে। 

এরপর বহুবার ভিজেছি।

আজও বৃষ্টি হয়েছে সন্ধ্যায়,
গোধূলির লালচে আলো দপ্ করে নিভে।

হঠাৎ।

আজও কাঁকভেজা হয়েছি।

নিকোটিনের ধোঁয়াও উড়েছে আকাশে খানিকক্ষন।

মস্তিষ্কের স্প্যাম থেকে তুইও জেগেছিলি।

কিন্তু, চোখে জলটা না
আর আসেনি!

Saturday, August 21, 2021

বদল


বিশাল জলরাশির মাঝে 
ভেসে চলা নিরন্তর,
ঘাটের দূরত্ব অজানা। 

নিস্তরঙ্গ নিভৃত সময়ে
হৃদয়ে আবেগ অবান্তর,
চেনামুখ যেন অচেনা! 

নীলাকাশ বদলে গেছে
গাঢ় মেঘের ছায়ায়। 
বদলে যাওয়া হৃদয় পোড়ে
হারিয়ে যাওয়া মায়ায়।