Saturday, November 20, 2021

রাজশাহী


সিএনবি মোড়ের রানার মিষ্টি,
রাস্তার অপরপাশেই বটতলার বার্গার,
আশেপাশে আরও অনেক লোভনীয়ের বেসাতি।
সুন্দরীদের আনাগোনা
প্রজাপতির মত উৎফুল্ল সবাই
পদ্মার স্রোতের মত চপলা
হাসির শব্দে চাপা পড়ে গীটারের ঝংকার।

বাতাসে উড়ে বেড়ায় প্রেম
উত্তরের বাতাস বয়ে যায় দক্ষিণে। 
একটু উষ্ণতার খোঁজে রাস্তায় দাপিয়ে বেড়ায়
ক্ষুধার্ত সারমেয়। 

সাহেব বাজার বড় মসজিদের সামনে মালাই চা
পাশেই তিল-গুড়ে ভাজা গরম জিলাপি
শতশত মানুষ ছুটে চলে পেটের দায়ে
মাঝে একটু থমকে দাঁড়ায় মুক্তমন্ঞ্চে।
গ্যালারীতে বসে শোনে গান আর কাশবন ছাপিয়ে
চোখের সামনে বয়ে চলে প্রমত্ত পদ্মা।

তেরখাদিয়ার নিস্তব্ধতা ছাপিয়ে পাশ দিয়ে 
সাঁই করে ছুটে চলে ই- রিকশা।
তারপর আবার নিঃশব্দের শব্দ। 

পরিষ্কার রাস্তায় হাঁটতে হাঁটতে দেখা 
ইট কাঠের উন্নয়ন।
কোন এক সময় হঠাৎ পৌঁছে যাওয়া রেল স্টেশনে।
প্লাটফর্মে দাঁড়িয়ে আরেকবার ফিরে দেখা।

মনে বিদায়ের সুর,
বিদায় রাজশাহী, হয়ত দেখা হবে আবার।