Friday, December 18, 2020

নির্বোধ জাতি

কোন এক প্রান্তরে একদা ছিল এক ক্ষুদ্র জাতির বাস।
অন্য জাতির কায়দা আচরিয়া যাহাদের মিটিত আশ।।
ত্যাগিয়া আপন পরিচয়, মানিত পিতা কোন এক প্রাচীন উন্মাদেরে।
বহির্ভুমিতে হইত ন্যায়, দুঃখে অগ্নি প্রজ্জ্বলন করিত ঘরে।।
মুখে বলিয়া শান্তি, তরবারি হস্তে পিছন হইতে করিত কতল।
ন্যায়পরায়নের ভেক ধরিয়া অপকর্মের মাপ হইতো অতল।।


ইতিহাস কয় প্রকৃতি করেনা সহ্য অন্যায় চিরকাল।
টেকেনাই কভু দ্বিচারি সমাজ, সাক্ষী পরমবিশ্ব মহাকাল।।
আজ যে আলো চিরে আঁধার, ক্ষয়ে যাবে সে এক শেষে।
আসিবে নতুন আলো, সত্য হইয়া, অন্ত করিয়া শ্লেষে।।

তীব্র ঘৃণা তাহাদের তরে যারা নিজেরে করতে পারেনা সম্মান।
অপেক্ষা সময়ের, আসবে নিশ্চয়ই নির্বোধতার অবসান।।