Saturday, August 27, 2022

তেতো কথা

প্রথম বিশ্বযুদ্ধের পরে যে ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি হয়েছিল বিশ্ব, একশ বছর পরে আবারো সে রকম একটা সংকট সামনে অপেক্ষা করছে সামনে। যেকোন সংকটে সবচেয়ে বিপদে পড়ে অর্থনৈতিকভাবে অসচ্ছল মানুষেরা। অর্থবিত্তে অগ্রসর পশ্চিমা দেশগুলোর মানুষেরা যেখানে হিমশিম খেয়ে যান এ দুঃসময় মোকাবেলায় তখন এশিয়া আর আফ্রিকার গরীব রাষ্ট্রগুলোর কথা সহজেই অনুমেয়। এসব দেশের মধ্যে মাত্রাতিরিক্ত জনবহুল আকন্ঠ দুর্নীতিতে নিমজ্জিত রাষ্ট্রের মানুষগুলোর অবস্থা যে আরোও করুণ হতে চলেছে তা বলাই যায়। 

বিত্তের বিবেচনায় বর্তমানে সমাজে পাঁচ শ্রেণির মানুষ দেখা যায় উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত আর নিম্নবিত্ত। নিম্নবিত্তের অবস্থান আপাতঃদৃষ্টিতে শেষে দেখা গেলেও এদের অনেকেরই উপার্জন প্রায় মধ্যবিত্তের কাছাকাছি। দৈনিক স্বল্প মজুরীর কাজ পরিবার সহ করে এদের পারিবারিক উপার্জন যথেষ্ট তবুও হাহাকার এদেরই সবচেয়ে বেশি। এর কারণ এই শ্রেণীর সর্বগ্রাসী ক্ষুধা আর শিক্ষিত শ্রেণির এদের প্রতি কুম্ভীরাশ্রু। এই শ্রেণিকে পুঁজি করে বাংলা সাহিত্যে যে পরিমানে কলেবর বেড়েছে অতি প্রাচীন জাতির লাইব্রেরীতেও বোধ করি এত পুঁথি-পুস্তক তিন হাজার বছরে জমা হয়নাই। আঠারো কোটি (সরকারী হিসেবে ষোলো কোটি) জনসঙখ্যার এই দেশে পাঠক যে লাখ দশেক আছে (নিজের পয়সায় কিনে পড়া পাঠক ঢের কম) যে এই সাহিত্যের দিকে ফিরে সচরাচর মূত্র বিসর্জন করেনা তা প্রকাশক মাত্রই সাক্ষ্য দেবেন। 

ইদানীং এই নিম্নবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত অংশের নতুন লক্ষ্য হয়েছে অধিক পরিমানে ছেলে সন্তান জন্ম দিয়ে কোন রকমে পনের ষোল বছর বয়েস অবদি খাইয়ে মাতিয়ে তোলা। এরপর 'কায়দা' করে আঠারো বছরের হয়ে গিয়েছে এরকম প্রত্যয়ন নিয়ে জাতীয় পরিচয়পত্র আর পাসপোর্টের ব্যবস্থা করে দালাল ধরে মালেশিয়া বা দুবাই পাঠিয়ে দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে বড় ছেলে সন্তানই বলির পাঠা হয়। তার কাজ ওখানে গিয়ে মোটামুটি চেপে বসে বাকিগুলোকে নিয়ে যাওয়া। অনেক পরিবারে দেখা যায় একজনই থেকে যায় প্রবাসে। বাকি ভাই বোনেরা দেশে বসে ইভটিজিং, গ্রাম্য মারামারির মত সামাজিক কাজে লেগে থাকে। যার প্রতিক্রিয়া বিগত কয়েক বছর যাবৎ সামাজিক অবক্ষয় আর কৃষিখাতে শ্রমিক সংকটের মাধ্যমে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। রাষ্ট্রীয় ভাবেও এদেরকে যতটা সম্ভব উৎসাহিত করা হচ্ছে কারণ বৈদেশিক রিজার্ভের জন্য এরাই এখন সবচেয়ে নির্ভরযোগ্য উৎস। পাট, চিংড়ির পর এই 'মানুষ' গুলোই এখন অর্থকরী ফসল হিসেবে আবির্ভুত। এই মধ্যরাতে যখন এই নিবন্ধ লিখছি তখন কতগুলো উর্বর জমিতে এই ফসলের চাষ হচ্ছে এবং বছর দশেক পরে আন্তর্জাতিক বাজারে এই 'ফসলে'র চাহিদা কমে গেলে এই অতিরিক্ত ক্ষুধার চাপ সামলাতে নিজের পকেটের উপর কতখানি করের বোঝা চাপবে তা ভাবতেই শিরদাঁড়ায় ভয়ের স্রোত বয়ে যাচ্ছে।

Saturday, July 30, 2022

নিস্তব্ধতা


চারপাশ নিস্তব্ধ

অর্ধচাঁদের আলোয় চারদিকে আলো আঁধারীর খেলা

মৃদুমন্দ বাতাস বয়ে যায় মাঝে মাঝে

জোনাকীরা জ্বলে নেভে

যেনো প্রতিযোগিতা আকাশের তারাদের সাথে

দুরে শোনা যায় শেয়ালের হাঁক

মাঝে মাঝে ধাতব শব্দ করে বেরিয়ে যায় দুয়েকটা মোটর সাইকেল

নিরাপত্তাকর্মীরা বাঁশিতে ফুঁ দিয়ে জানান দেয় উপস্থিতি


রাত যত গভীর হয়

নিস্তব্ধতা বাড়তে থাকে

ঝিঁ ঝিঁ পোকাদের ডাক হয় আরও স্পষ্ট

রাস্তার মোড়ের ল্যাম্পপোস্টের নীচে

আশ্রয় নেয়া সারমেয়দের ঘুম আরও তীব্র হয়

আঁধার যেনো জাপ্টে ধরে পৃথিবীকে

আকাশের তারাগুলো আরো স্পষ্ট হয় যেন চলে এসেছে কাছাকাছি


নিশ্ছিদ্র ঘুমে ডুবে থাকে শহর

শুধু জেগে থাকে একজোড়া নির্ঘুম চোখ

খুঁজে ফেরে সেই প্রাচীন সুর

সভ্যতার আক্রমনে যা হারিয়ে গিয়েছে



১৫ই শ্রাবণ ১৪২৯

বয়রা, খুলনা





Saturday, May 7, 2022

New currency note and embarrassment

The incident happened on last week. It was supposed to be the last working day before Bangladesh Bank issued another circular to open on Saturday to increase harassment of bankers all over the country.

It was a rush day. Despite being an union level branch (rural branch) it has a good rush. After a hectic transaction hour we were finishing our tasks with jolly mind with Eid vibes. We would have closed within 10 minutes. At that moment a young man came to our branch. As he knocked the door one of our Ansar guard went to the gate and asked him. He said the Chairman of that Union Parishad sent him for new note. 

As a branch in remote area we get a very small amount of notes from feeding branch. Most of the times it's one third of our demand. However, with limited resources we tried our best to make every one happy by ensuring that no one leaves the branch without new note though it's small in amount. 

There is always a pressure to ensure the amount to be kept before any festival leave to be less than the vault limit. We did the same. That's why, there was no excess money and not even new notes. To honor the Chairman our Manager gave his 20 taka bundle to the young man and called the Chairman over phone as being unable to fulfill his demand. 

Before leaving we were being ready. The Chairman rushed into our branch and threw the bundle infront of our cash-in- charge saying I don't want new note please give my money back as well as give me the DGM (in charge) cellphone number. Manager did as asked. That person called the DGM and complained. 

The DGM promptly called our Manager and charged about the issue. In the meantime the Chairman went outside and stood in front of the branch and said he will check the officers bag. The DGM called and shouted to our Manager. At that point our Manager said to leave the matter to us and not to be hyper after getting call from every Dick and Harry. 

We know that chairman is a member and in charge as the voted chairman had to leave the area after being sued. 

We got out after 10 minutes. There was no one on the road. We were ready to take action against any incident to be happened. But, the controlling person who needed to be courageous failed miserably to control the situation. We had to be embarrassed because of spineless behavior from the top. 

This is the condition of largest state owned government bank! People who can't even manage an UP member is holding the chair of controlling office of a district. Same statement applies for the person who has the responsibility of leading the region. 

Good governance is needed. People who had done nothing in the past are awarded with better positions. These people are now instructing to work in holidays and making the lives of branch officers miserable. If they had done their tasks properly there wouldn't have tonnes of untouched tasks. We wouldn't have to lag behind.

Tuesday, May 3, 2022

সুখ

আমি খুঁজি সুখ
বৃষ্টিতে ভেজা মাটির সু ঘ্রানে।

আমি খুঁজি সুখ
বারান্দা ভরা চড়ুইয়ের কলতানে।

আমি খুঁজি সুখ
টিনের চালে বৃষ্টির টুপটাপ সুরে। 

আমি খুঁজি সুখ
দৌড়ে বেড়ানো অতি খুশি কুকুরে।

আমি খুঁজি সুখ
রুপসার স্রোতে সাঁতারে মগ্ন বালকে।

আমি খুঁজি সুখ
পাখির ছড়ানো ভেজা পালকে।

আমি খুঁজি সুখ
বঙ্গভূমির প্রাচীন সু্রে গাওয়া গানে।

আমি খুঁজি সুখ
যশোরেশ্বরীর প্রাগৈতিহাসিক থানে। 

আমি দাঁড়িয়ে বঙ্গভূমিতে খুঁজি প্রতাপাদিত্য,
আমি দেখি দখিনের বাতাসে সোনালী ধান্যশীষের নৃত্য। 

রুপসার জলে সূর্য ডোবে সাঁঝবেলাতে প্রতিদিন,
সুখ এখানেই, শত রঙে রাঙা, সহস্র রঙে রঙিন। 


২০ বৈশাখ, ১৪২৯
খুলনা

Sunday, April 10, 2022

ꠍꠤꠟꠐꠤ ꠘꠣꠉ꠆ꠞꠤ

ꠛꠤꠀꠘ ꠛꠦꠟꠣ ꠞꠧꠖꠤꠞ ꠝꠧꠖꠗꠤ ꠇꠥꠠꠧꠄ ꠖꠦꠟꠧ ꠒꠣꠇ,
ꠊꠥꠝꠧꠘꠤ ꠛꠣꠛꠥ ꠃꠁꠑꠦ ꠇꠟꠧ
ꠢꠧꠀꠐ, ꠢꠧꠟꠤ ꠚꠣꠇ! 


ꠛꠣꠋꠟꠣꠞ ꠡꠣꠕꠦ ꠡꠣꠕꠦ ꠍꠤꠟꠐꠤ ꠘꠣꠉ꠆ꠞꠤ ꠞꠣꠈꠣꠞ ꠎꠘ꠆ꠘꠦ ꠉꠥꠉꠧꠟ ꠇꠞꠙꠧꠞꠦꠡꠘꠦꠇ ꠗꠘ꠆ꠘꠧꠛꠣꠖ। 

Sunday, February 6, 2022

হিমরাত্রিতে

নিস্তব্ধ রাত্রিতে মাথার উপর খোলা আকাশ,
হিম হিম শীতে কুয়াশায় মোড়া 
কালো ক্যানভাসে 
পিট পিট করে জ্বলতে থাকা তারার হাট।
একফালি চাঁদ উঁকি মেরে আছে আকাশের এক কোনে।

পিচঢালা রাজপথের পাশে কেউ হয়ত 
জ্বালিয়েছিলো আগুন।
কুন্ডলী পাকিয়ে তার পাশে শুয়ে 
উষ্ণ নিদ্রায় মগ্ন কিছু ছাইমাখা সারমেয়। 
ঝাঁপি দেয়া চায়ের দোকানের সামনে বেন্ঞ্চে
বসে ঝিমুচ্ছে রক্ষী। 

রাস্তার মোড়ে মোড়ে জ্বালানো আলোগুলো
জাগিয়ে রেখেছে শহরটাকে।
ইট সিমেন্টের দালানের ফাঁক গলে
এখনও ঘুরে বেড়ায় সোঁদা মাটির গন্ধ। 
দূরে ডাকা শেয়ালের ডাক আর ঝিঁঝিঁ পোকার গানে
ফিরে আসে হাজার বছরের রাতের স্বরুপ। 

বিষন্নতা বুকে নিয়ে
জেগে থাকে কিছু পরাজিত ঊন-মানব। 
দেখে যায় মহাকালের সচল চিত্র, 
একা। 
গুহাচারী জীবনের ব্যাটন বয়ে নিয়ে বেড়ায় আঁধারে। 

আলোয় যে চোখ ধাঁধিয়ে যায়! 


তেইশে মাঘ, ১৪২৮
খুলনা