Sunday, July 24, 2016

দহন

অপেক্ষার প্রহর কাটার অপেক্ষায়
গাঢ় অন্ধকারে
তারাবিহীন আকাশের নীচে বৃষ্টিস্নাত থাকবার প্রতিটা মুহুর্তের কথাগুলো যদি লিখে রাখা যেতো;
হয়তো ভেতরের দহনটা থেমে যেতো।
হয়তো একদন্ড শান্তির রেশ ছুঁয়ে যেতো আমায়।
তবে, তা সম্ভব নয় কখনই।
ইতিহাস লেখা হয় সফলতার;
তাতে পরাজিতদের অধিকার নেই, ছিলোনা কখনই।
তাই আমারও নেই আমার ব্যার্থতার ইতিহাস লেখার অধিকার।
এভাবেই হয়তো একদিন মিশে যাবো প্রকৃতির সাথে।
ঝরে পড়ব আবার বৃষ্টি হয়ে
অন্য কারো চোখের জলে মিশে যেতে।