Thursday, July 26, 2018

কুসংস্কার

সেই সকালটা বৃষ্টিস্নাত ছিল। কফির কড়া গন্ধে ঘুম ভাঙি ভাঙি করেও ভাংছিলনা। তবে, বাম চোখটা লাফাচ্ছিল সাথে ডান কাঁধটাও। প্রাচীন সংস্কৃত শ্রুতিগুলো এ বিষয়ে যা বলে তা আজকের মানুষ অবশ্যই কুসংস্কার বলে উড়িয়ে দেবে, আমিও দিয়েছিলাম।

মধ্যযুগে দলে দলে আরব ভিখিরিগুলো এদেশে ঢুকেছিল খাবার আর নিশ্চিত ভবিষ্যতের আশায় সাথে করে নিয়ে এসেছিল জাজিরাতুল আরবের সাম্যবাদের ধর্ম ইসলাম। এ ভূমির শুদ্র জনগোষ্ঠি আপন করে নিল এ ধর্ম সমাজে নিজেদের উপরে ঘটে চলা অনাচারের শেষ করতে। ধীরে ধীরে ইসলাম এ জনপথে প্রধান ধর্ম হয়ে উঠল, সাথে সাথে শ্রুতিগুলো হয়ে উঠল কুসংস্কার আর বিজ্ঞানের উত্থানে এসব তো এখন রীতিমত হাস্যকর ব্যাপার। 

তবে সেদিন যদি বাম চোখের লাফানোর ব্যাপারটা মাথায় রেখে ১০ মিনিট পরে বের হতাম তবে হয়ত তার সাথে দেখা হতনা। ডান কাঁধ লাফানোর যে অর্থ তাও পুর্ণ হতোনা। 

আমি হয়ত তার প্রেমে পড়তাম না, হয়তো সবকিছু এখনকার মত হতনা।

*
সেই সকালে ঘুম থেকে উঠবার পর একটা বিষয়ই মাথায় ছিল তা হল ১১ টা ৩০ এ মিটিং। সেটাও এ দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান আবুল হাশেম গ্রুপের সাথে।