Saturday, February 25, 2017

দেখা

প্রথম তোমায় দেখেছিলেম গঙ্গারিডিতে,
বিপাশা নদীর পাড়ে
মধ্যদুপুরে...
শত রমনীর মাঝে আশ্চর্যরকম ব্যাতিক্রম ছিলে
আর
আমি ছিলেম হরপতিবৈরভার পুজারী।
তোমার পার্বতীরুপ চিনতে ভুল হয়নি সেদিন।
তোমার পিছু পিছু ঘুরেছি কতটা পথ!
তোমার মিষ্টি হাসিতে মরার জন্য!
মরেছিলাম ও বটে
তবে তোমার হাসি দেখে নয়।
বিপাশা নদী পার হয়ে আসা নাক উঁচু, শ্বেত দেওরা
তোমায় ছুঁতে চেয়েছিল।
দেইনি সেদিন তাদের সেই সুযোগ...
একসাথে প্রাণ হারানোর সে মুহুর্তে তোমার চোখে যে প্রেম দেখেছিলাম
তার জন্য ফেরত এসেছি আবার।
তোমার জন্য।
মাঝে কেটে গেছে সহস্র বছর,
বিপাশা হারিয়ে গেছে কালের গর্ভে-
পদ্মার বুকে বয়ে গেছে সঙখ্যাতীত স্রোত।
তুমি আগের মতই আছ-
মনোহারিনী।
ঢাকার রাজপথে তোমায় সহস্র মানুষের মাঝে
খুঁজে পেতে এতটুকু কষ্ট হয়নি আমার।