Wednesday, August 28, 2013

তোমার অজান্তে

পড়ন্ত বিকেলের নিভু নিভু আলোয়
তোমায় যখন প্রথম দেখেছিলাম এলো চুলে
হাত বোলাতে
তখনি ভাল বেসে ফেলেছিলাম তোমায়।
তোমার অজান্তে...
তুমি জানতে পারনি।

সকালের সোনা রোদে ব্যাস্ত রাস্তায়
তোমায় যখন হাস্যজ্জ্বল দেখেছিলাম
নিজের মাঝে
তোমার জন্য রাজ্য গড়েছিলাম।
তোমার অজান্তে...
তুমি জানতে পারনি।

রাতের চাঁদনী আলোয় নৃত্যরতা
তোমায় যখন আনন্দিত দেখেছিলাম।
তোমার মাঝে
হারিয়ে গিয়েছিলাম
তোমার অজান্তে...
তুমি জানতে পারনি।

সেদিন বিকেলে তোমায়
যখন দেখলাম এক যুবকের সাথে।
বুঝলাম তুমি নও আমার,
তাই নিজেই সরে গেলাম।
তোমার অজান্তে...

তুমি জানতে পারনি।

Tuesday, August 27, 2013

অদ্ভুতুড়ে মানুষের কাব্য

সত্যই অদ্ভুতুড়ে এ পৃথিবী,
তার চেয়েও অদ্ভুতুড়ে এ পৃথিবীর মানব সন্তানেরা।
একেক সময় একেক রূপধারী এক আজব প্রানী।
কখনও ভালত্বের অনুরণন
আবার কখনও শয়তানীর বিস্ফোরণ।
কখন যে কি হয়, কি জানি?

দেখেছি অনেক আশেপাশে,
কি নিষ্পাপ চেহারার মাঝে লুকিয়ে আছে ধূর্ততা।
বন্ধুত্বের নামে ব্যবহার করা কাউকে তার অগোচরে।
কখনও প্রলুব্ধ ভালবাসায়
কখনও কপট আবেগের ছোঁয়ায়,
শেষে দুঃখ দেওয়া তার অন্তরে।


Saturday, August 17, 2013

তোর লীলা



জানি কোন মুল্যই নেই আমার তোর কাছে
তবু কেন করিস এতো অভিনয় আমায় দেখে।
হয়তো পারিনি আমি বোঝাতে আমায় তোর চোখে।
তাই জ্বলি আমি, মরে যাই, লোকচক্ষুর পাছে।

কোন একসময় না হয় দুর্বল হয়ে পড়েছিলাম
তার এতো বড় সাজা দিলি আমায় তুই নির্দয়ভাবে।
বুঝতে পারিনি আমি আছে এই তোর স্বভাবে।
তাই বুঝে শেষে নিজকে গুটিয়ে নিলাম।

খেলেছিস ভাল তুই তোর মনস্তাত্বিক খেলা।
যতবার চেয়েছি সরাতে নিজেকে তোর থেকে...
ততবার বাধ্য করেছিস আমার যেতে তোর দিকে...
অবাক হই, নির্বাক আমি, দেখে তোর লীলা।


সুখে থাক তুই, খুশি থাক তুই, আজীবনকাল ধরে।
চালিয়ে যা নিজের খেলা, জিতে থাক সবে।
আমার সব জয় যে তোর সুখ অনুভবে।

পরাজয়ে যেন তুই কভু না যাস ঝরে।

Friday, August 16, 2013

ধর্মের দিকে বাঁক



নিশুতি রাত...
চারপাশে কেউ নেই।
আকাশে চাঁদটাও নেই,
শুধু আমি আর আমি।
আর দূরে শোনা যায় কিছু কুকুরের ডাক।

মসজিদের ধ্বনিও যায়না শোনা
চারপাশে বাতাসের মৃদু গুঞ্জন...
এ কি শুধু বাতাসের শব্দ?
না কোন অশরীরীর নিঃশ্বাস?
ভয় যে ভেতর থেকে দিচ্ছে হাঁক।

মসজিদের ধ্বনি শোনা যায় দূরে
রোজাদারদের ওঠানোর জন্য পুন্যবানের আহ্বান...
আর দেখা যায় মৃদু আলো।
মসজিদের বারান্দায় অজু করে উঠে
অনুভব হল মন নিচ্ছে ধর্মের দিকে বাঁক।