Saturday, August 17, 2013

তোর লীলা



জানি কোন মুল্যই নেই আমার তোর কাছে
তবু কেন করিস এতো অভিনয় আমায় দেখে।
হয়তো পারিনি আমি বোঝাতে আমায় তোর চোখে।
তাই জ্বলি আমি, মরে যাই, লোকচক্ষুর পাছে।

কোন একসময় না হয় দুর্বল হয়ে পড়েছিলাম
তার এতো বড় সাজা দিলি আমায় তুই নির্দয়ভাবে।
বুঝতে পারিনি আমি আছে এই তোর স্বভাবে।
তাই বুঝে শেষে নিজকে গুটিয়ে নিলাম।

খেলেছিস ভাল তুই তোর মনস্তাত্বিক খেলা।
যতবার চেয়েছি সরাতে নিজেকে তোর থেকে...
ততবার বাধ্য করেছিস আমার যেতে তোর দিকে...
অবাক হই, নির্বাক আমি, দেখে তোর লীলা।


সুখে থাক তুই, খুশি থাক তুই, আজীবনকাল ধরে।
চালিয়ে যা নিজের খেলা, জিতে থাক সবে।
আমার সব জয় যে তোর সুখ অনুভবে।

পরাজয়ে যেন তুই কভু না যাস ঝরে।

No comments: