Friday, August 16, 2013

ধর্মের দিকে বাঁক



নিশুতি রাত...
চারপাশে কেউ নেই।
আকাশে চাঁদটাও নেই,
শুধু আমি আর আমি।
আর দূরে শোনা যায় কিছু কুকুরের ডাক।

মসজিদের ধ্বনিও যায়না শোনা
চারপাশে বাতাসের মৃদু গুঞ্জন...
এ কি শুধু বাতাসের শব্দ?
না কোন অশরীরীর নিঃশ্বাস?
ভয় যে ভেতর থেকে দিচ্ছে হাঁক।

মসজিদের ধ্বনি শোনা যায় দূরে
রোজাদারদের ওঠানোর জন্য পুন্যবানের আহ্বান...
আর দেখা যায় মৃদু আলো।
মসজিদের বারান্দায় অজু করে উঠে
অনুভব হল মন নিচ্ছে ধর্মের দিকে বাঁক।

No comments: