Tuesday, August 27, 2013

অদ্ভুতুড়ে মানুষের কাব্য

সত্যই অদ্ভুতুড়ে এ পৃথিবী,
তার চেয়েও অদ্ভুতুড়ে এ পৃথিবীর মানব সন্তানেরা।
একেক সময় একেক রূপধারী এক আজব প্রানী।
কখনও ভালত্বের অনুরণন
আবার কখনও শয়তানীর বিস্ফোরণ।
কখন যে কি হয়, কি জানি?

দেখেছি অনেক আশেপাশে,
কি নিষ্পাপ চেহারার মাঝে লুকিয়ে আছে ধূর্ততা।
বন্ধুত্বের নামে ব্যবহার করা কাউকে তার অগোচরে।
কখনও প্রলুব্ধ ভালবাসায়
কখনও কপট আবেগের ছোঁয়ায়,
শেষে দুঃখ দেওয়া তার অন্তরে।


No comments: