Friday, December 20, 2013

ভালবাসি

আমি নিজেকে ভালবাসি অনেক সত্যই,
অনেকটা স্বার্থপরের মত
তবে নিজের চেয়ে অনেক বেশি ভালবাসি তোমায়,
পুরোটা নিঃস্বার্থ।

কেন ভালবাসি তোমায় যদি জানতে চাও
উত্তর নেই প্রস্তুত দেবার জন্য।
তবে বলব দৃঢ়তার সাথে ভালবাসা আমার যেন
ভীষণ অরণ্য।

যত বেশি অগ্রসর হবে এই মনের মাঝে
ভালবাসায় পাবে গভীরতা
সত্যই নেই আমার ভালবাসায় খেদ কোন, নেই
অযাচিত কপটতা।



Monday, December 9, 2013

দর্দ

হৃদয় নিংড়ানো ভালবাসা আমার,
শুধু তোমারই জন্য ও প্রিয়া সত্যই
ওই মায়াবী চোখ দুটো রয়েছে তোমার,
যার পানে চেয়ে থাকি যে আমি নিত্যই।

আমি পাইনা যে পথ খুঁজে পালাবার।
প্রিয়া ভাল যে বেসেছি তোমায় বহু।
দর্দ শুধু যে তোমায় কভু না পাবার
নৃত্যরত দেবল শিবন্যায় উদ্বাহু।

এতকাল ছিলাম দূরে দূরে, যাইনি-
কাছে তোমার ভয় ছিল ভালবাসার।
সঞ্চয় করে সাহস, গেলাম সমাপ্তে।
কাছে গিয়েছি, স্পর্শ পেয়েছি অতুলনী!
খতমতাক পাইনি হৃদয় তোমার,

বেএক্তেয়ার আমি, চুপে দর্দ হৃদেতে।  

Sunday, December 1, 2013

দুঃখ হয়

দুঃখ হয় যখন কেউ অস্বীকার করে তার অস্তিত্বকে।
কেমন লাগে যখন ঈশপের গল্পে দেখ
সাপ ছোবল দিচ্ছে তাকেই বাঁচানো কৃষকের বুকে।

দুঃখ হয় যখন মানুষের মাঝে দেখি সেই সাপটাকে।
ঘৃণা করি, নির্লজ্জের মত নর পুড়িয়ে উল্লাসের
সময় তার চোখের নাচন, তার লালচে ডাইনী মুখটাকে।

দুঃখ হয় আরও যখন দেখি নিজকে শিক্ষিত দাবিদার,
কিছু কুলাঙ্গার দাবী করে ডাইনীকে পরী।
ঘৃণা করি এসব জ্ঞ্যানপাপীদের, তোদের জন্যই নরকদ্বার।