Tuesday, April 30, 2013

আমার ডায়েরী

শেক্সপীয়ার বলেছিলেন, ' পৃথিবীটা রঙ্গমঞ্চ আর আমরা সবাই সবাই অভিনেতা।' ভদ্রলোক এত বড় সত্যি কথা বলে গেছেন। সত্যি কেন তা আমি বুঝি আমার জীবন থেকেই। কত অভিনয় করে যাই নিজেকে লুকানোর জন্য। চেষ্টা করি সব সময় যাতে কেউ বুঝতে না পারে। তবুও অনেক অনুসন্ধিৎসু চোখে মাঝে মাঝেই ধরা পড়ে যাই। তবুও হয়তো নিজের অভিনয় গুনেই মাঝে মাঝে পার পেয়ে যাই। অনেক সময় নিজেই বুঝতে পারিনা নিজে কি করতে যাচ্ছি। মনে বলে এক, মুখে বলি আরেক। কাজ করি দেখা যায় আরেক।

আমার খুব ভাল এক বন্ধু আমার এই অবস্থা দেখে মাঝে মাঝেই বলে সে নাকি আমায় বুঝে উঠতে পারেনা। তার ধারনা আমি ভবিষ্যতে বড় কোন ঝামেলায় পড়তে যাচ্ছি। যদিও সে কখনও আমার বিপদে এগিয়ে আসবে (আগে আসতো) বলে আমার মনে হয়না। তবু সে যখন বলছে তখন সাবধান হওয়া জরুরী বলে মনে হয়। কিন্তু মুখে বলি আমাকে নিয়ে চিন্তা না করতে। আর কাজ করি সে যা বলেছে তার থেকে একটু মডিফিকেশন করে।

আমি নিজেই নিজেকে পছন্দ করিনা, সুতরাং অন্য কেউ পছন্দ করবে সেটা আশাও করিনা। খুব ভাল করেই জানি আমার মত জোকার কে কেউ অতটা ভাল মনে করেনা। তারা তবুও আমার সাথে  ভাল বন্ধুর মত আচরন করে। মাঝে  মাঝে মনে হয় এরা আমার চেয়েও বড় অভিনেতা। তা না হইলে এরা এত্ত নিখুত অভিনয় কিভাবে করে? মাঝে মাঝে বিশ্বাস করতে মন চায় এরা আসলেই আমাকে ভালবাসে। মনের কথা গুলো অনেক সময় সামনা সামনি বলে ফেলি। আজ কেন যেন মনে হচ্ছে এগুলো লিখে ফেলা দরকার। তাই লিখছি। আমি ভাল লিখতে জানিনা। তবুও লিখে চলেছি।

জানিনা এ লেখা পড়ে কে কি ভাববে? জানার প্রয়োজন ও বোধ করছিনা। তবে আমি একটা কথা যা আমি সব সময় বলি, আমি যাকে ভালবাসি, তাকে ভালবেসে যাবই। কে কি মনে করল তা আমার ন্যুনতম চিন্তাতেও নেই। তবে আমার কারণে অন্য কেউ কষ্ট পাক তা আমি চাইনা। তাই, কেউ যদি আমার পথে পা মাড়ায় তার কি হাল হবে তা আমি বলতে পারিনা। আমি আমার জীবনের প্রতি বিরক্ত। তাকে ঘিরে বাচার চেষ্টা করে যাচ্ছি। আর জানি বাঁচতে আমাকে হবেই।।।।।।।।।।।।।।

Monday, April 15, 2013

নতুন সূর্যের অপেক্ষায়




পয়লা বৈশাখ,
নতুন সূর্য, নতুন দিন, নতুন বছর এর শুরু।
সব বাঙ্গালীর প্রানের উৎসব এই বর্ষবরণ, ধর্ম-বর্ণের ভেদাভেদ ভুলে।
এই দিনটা আনন্দের,
ভুলে সব পুরনো দুঃখ- ক্লেশ যা ছিল কষ্টের
পথ চলা সামনে, সব খারাপ কিছু জঞ্জালের বাক্সের মাঝে তুলে।
রমনার বটমুলে সুরে সুরে আমন্ত্রন নতুন বছরকে।
পান্তা ইলিশ আর শুকনো লঙ্কার স্বাদের মাঝে ডুব দিয়ে শুরু প্রথম প্রহর।
সারা বছরকে বানাব সবাই আমাদের মত করে,
থাকব সুখে সবাই। সাধ্য কি নড়ায় এ বিধি শনি গ্রহর।
উৎসব কাল বাঙ্গালির, মেলাব প্রানের সাথে প্রান।
গেয়ে যাব সারা বছর সম্প্রীতি আর ভাত্রিত্বের গান।