Friday, May 19, 2017

অভিনয়

অপলকে হয়ত তাকিয়ে থাকিনা তোমার দিকে
তবে জেনে রেখো
সবার আগে এ দু চোখ শুধু তোমাকেই খোঁজে।
অন্তরিক্ষে ডানা মেলা পরিযায়ীর মত বাঁধনহীন তোমায়
বাহুডোরের খাঁচায় বন্দী করার কোন অভিপ্রায় আমার নেই।
তাই এ দূরে থাকা,
দূর থেকে ভালবাসা।

এড়িয়ে চলা!
সে তো নিছক অভিনয়।।

Wednesday, May 17, 2017

আঁধার

আঁধারের ঘন তিমিরে ডুবে থাকা জীবনটাকে
বয়ে চলার এ ক্লান্তিকর দীর্ঘ সময়টা ঘৃনার্হ।
দায়িত্বের চাপে পদপিষ্ঠ হয়ে অবেলায় সব হারানোর ব্যাথা
চেপে রাখার এ কদাকার অভিনয়টাও ঘৃনার্হ।

আমি তাই ভালবাসি আঁধার,
ঘৃনা করি এম্মা-নু-এল।
আমি পরিনত হতে চাই অভিশপ্ত হয়ে ছুটে চলা-

দিয়েব-এল।।

Monday, May 15, 2017

অলৌকিক

একটা অলৌকিক এর অপেক্ষায় আছি,
ক্লান্তিকর এ পথচলায় ক্ষয়ে যাচ্ছে আত্মা।
একটা অলৌকিক এর অপেক্ষায় আছি,
যেটা দিয়ে ফিরে পাব হারিয়ে যাওয়া সত্ত্বা।

পেলে,
বিনিদ্র সব রাতের গল্প নিয়ে লিখব রুপকথা,
পরাজয়ের গ্লানি মুছে লিখব নতুন সফলতা।

একটা অলৌকিক এর অপেক্ষায় আছি!

Saturday, May 13, 2017

বন্ধ

সব হারিয়ে যখন নিজেকে বন্দী করে ফেলছিলাম বন্ধ অন্ধকারে,
আলোর দিশা খুঁজছিলাম পাগলের মত,
তখন তুমি এলে আশা হয়ে, আলোর দিশা নিয়ে।
বালিকা,
ভালবেসে ফেলেছি তোমায়।