Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Friday, May 30, 2025

পাপ

 তীব্র ঘৃণায় কুঁচকে যায় মুখ,

প্রতিবিম্বে নিজের চেহারা দেখে ক্রোধে ফেটে পড়ে মস্তিষ্ক।

প্রতিটা সিদ্ধান্তে ভুল করতে করতে নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া ব্যাক্তিটির

বেঁচে থাকা পাপ। 


শুধুমাত্র আত্মহত্যা পাপ বলে

টেনে- হেঁচড়ে জীবন বয়ে নিয়ে যাচ্ছে কিছু মানুষ! 


Saturday, July 29, 2017

ভালবাসি

ভাষা হারিয়ে ফেলি তোমার চোখের দিকে তাকালে,
অবাক হয়ে স্থির হয়ে যাই, শব্দহীন।
এ কারনে মূক ভেবোনা যেন!
চোখে চোখ রেখে উপলব্ধি কর-
শুনতে পাবে অব্যক্ত সব কথা।

হাটুজলে ডুবে যাওয়া আমি, সাগরে নামব কী করে?
সেখানে তোমার চোখের মায়া অতলান্তিকের চেয়ে গভীর,
হারিয়ে যাওয়াটা কী অস্বাভাবিক, বলো।

বলতে না পারা 'ভালবাসি' কথাটা বুঝে নিও,
সবাই সবকিছু মুখ ফুটে বলতে পারেনা।
না হয় তুমিও ওই দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিও-
অপেক্ষায় থাকাটা হয়ত ভুল হবেনা।

Saturday, June 3, 2017

অপেক্ষা

অপেক্ষা করে আছি এক সুদিনের
যেদিন,
মানুষের মত বাঁচতে পারবো, যন্ত্রের মত নয়।
যেদিন,
সত্যি সত্যি সুখে থাকবো, লাগবেনা অভিনয়।

আমি অপেক্ষা করছি সেদিনের।

হে দিয়াবল,
আমি অপেক্ষা করছি তোমার
ঈশ্বরের হাত থেকে বাঁচতে।
একমাত্র তুমিই পারো সেদিন আনতে ইহলোকে।
আমি পরলোকে তোমার জন্য যুদ্ধ করবো!

Monday, May 15, 2017

অলৌকিক

একটা অলৌকিক এর অপেক্ষায় আছি,
ক্লান্তিকর এ পথচলায় ক্ষয়ে যাচ্ছে আত্মা।
একটা অলৌকিক এর অপেক্ষায় আছি,
যেটা দিয়ে ফিরে পাব হারিয়ে যাওয়া সত্ত্বা।

পেলে,
বিনিদ্র সব রাতের গল্প নিয়ে লিখব রুপকথা,
পরাজয়ের গ্লানি মুছে লিখব নতুন সফলতা।

একটা অলৌকিক এর অপেক্ষায় আছি!